প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর) ঃ বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা যুবলীগ। গতকাল শুক্রবার (১১-১১-১৬) বিকাল ৪টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে এসে কেক কাটার মাধ্যমে শেষ হয়। পরে আলফাডাঙ্গা এ জেড পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সভায় উপজেলা যুবলীগের সভাপতি মো. আহসান উদ্দৌলা (রানা)’র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, এম এম জালাল উদ্দিন আহম্মেদ, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ও বেগম শাহানারা একাডেমির সভাপতি শেখ শহীদুল ইসলাম, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক এ কে এম আহাদুল হাসান আহাদ, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, উপজেলা যুবলীগ নেতা হাসমত হোসেন তপন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, বানা ইউপি যুবলীগের সভাপতি মো. আলমগীর কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক এস এম তৌকির আহম্মেদ ডালিম, উপজেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, বুড়াইছ ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, আলফাডাঙ্গা আদর্শ কলেজের সভাপতি, কামারগ্রাম কাঞ্চন একাডেমি ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ‘ঢাকাটাইমস’ ও ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন