সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬

সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে আলফাডাঙ্গায় মতবিনিময় সভা


মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, প্রতিমা ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় মতবিনিময় সভা হয়েছে। এমন ঘটনা যেন ফরিদপুরে না ঘটে মতবিনিময় সভায় সে ব্যাপারে সবাইকে সচেতন করা হয়।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেযারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম, উপজেলা আ.লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো, আব্দুল কুদ্দুস খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ছালাম, উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দিন মাহমুদ, মৎস্য অফিসার তপন মজুমদার, আলফাডাঙ্গার দুই কলেজের অধ্যক্ষ, উপজেলার বিভিন্ন মাদ্রাসার সুপার ও স্কুলের প্রধান শিক্ষকগণ, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন