শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

কত বয়াস হলে বয়স্ক ভাতা পাবেন রিজিয়া বেগম?

রিজিয়া বেগম
স্টাফ রিপোর্টার ঃ নাম তার রিজিয়া বেগম। বয়স তার ৯৪ চলে। স্বামীকে হারিয়েছেন বিশ বছর আগে। সন্তানরা কাজ করলেও সংসারের অভাব ঘোঁচাতে পারেননি তিনি। সেই জীবন সায়াহ্নে আসা নুরজাহান ওরফে রিজিয়ার শরীরে এখন বাসা বেঁধেছে নানা রোগ। নুন আনতে যাদের পান্তা ফুরায়, তাদের আবার চিকিৎসা কী ? এই মানুষদের জন্য সরকারের বয়স্ক ভাতা খাতে বরাদ্দ দেওয়া আছে। তিনি দুঃস্থ, বয়স্ক অথবা বিধবা ভাতা- যে কোনো একটি পেতে পারতেন। কিন্তু জোটেনি কোনোটি। তার প্রশ্ন আর কত বয়াস হলে বয়স্ক ভাতা পাবেন তিনি।
সরেজমিনে গিয়ে জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা রিজিয়া। বিধবা এই নারী পাঁচ সন্তানের জননী । দুটি ছেলে ও তিন মেয়ে তার। অভাবের সংসারে ছেলেরা দিনমজুরের কাজ করে যা রোজগার করে তা দিয়ে তাদের পরিবার নিয়েই হিমশিম খেতে হয়। মেয়েরা স্বামীর সংসারে ব্যস্ত। মধুমতি নদীর ভাঙনে ভিটে মাঁটি হারিয়েছে রিজিয়া। এখন মধুমতির চরে পাটকাঠি দিয়ে ঘেরা টিনের ছাপড়া ঘরে দরিদ্র সন্তানদের সঙ্গে থাকছেন। বৃহস্পতিবার রিজিয়ার বাড়িতে গিয়ে তার বয়স্ক ভাতার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমারে ভাতা তাতা দিবি কিডারে মনা ? ভাতার কাট কত্তিতো চাইর হাজার টাহা লাগে, আমি টাহা কহানে পাব ? টাহা দিতি পারিনে, তাই ভাতা অয়না’। তবে কে টাকা চায় সেটা স্পষ্ট করে না বললেও স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকেই দুষলেন তিনি। এই বৃদ্ধা আরও বলেন, ‘আল্লা কোনো রহম বাচায় রাহিছে, তাই বাইচে আছি, ঠান্ডায় মেলা কষ্ট অয়, ওষুধ নাই, ভালো কিছু খাইবের পারিনে’।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য খান নজরুল ইসলাম বলেন, বয়ষ্ক ভাতা কার্ড করতে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়া হয় না। তাহলে বৃদ্ধা রিজিয়ার কাছ থেকে কে টাকা চেয়েছে-সে প্রশ্নের জবাবে নীরব থাকেন এই জনপ্রতিনিধি।
এ ব্যাপারে বুড়াইচ ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু মিয়া বলেন, আমার কাছে তার কোনো তালিকা আসে নাই। আসলে আমি তার ভাতার ব্য্পাারে সুপারিশ করবো।’
জানতে চাইলে আলফাডাঙ্গা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার কুন্ডুু বলেন, ‘চেয়ারম্যান, মেম্বাররা এ কার্ড গুলোর তালিকা করে থাকেন। তারা কেনও এত বয়স্ক একটি মানুষকে কার্ডের অন্তর্ভুক্ত করেনি তা খতিয়ে দেখতে হবে। পরবর্তীতে সুযোগ হলে বৃদ্ধাকে বয়স্ক ভাতা দেয়া হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন