মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬

বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস-২০১৬ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর আড়াইটার দিকে প্রস্তুতিমূলক সভা ও বেলা ৩টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিতে উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ, আলফাডঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ.লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা আদর্শ কলেজের উপাধ্যক্ষ কামাল আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস খান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম শেখ সহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারি, ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক বৃন্দ ও  জনপ্রতিনিধিরা সভায় অংশ গ্রহণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন