বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

স্টাফ রিপোর্টারঃ  ফরিদপুরের আলফাডাঙ্গায় “সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১২ থেকে ১৭ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা হয়। 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. ফায়েকুজ্জান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দিন মাহমুদ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক আসাদুজ্জামান টুনু, মো. শাহারিয়ার হোসেন, উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন, মাঠকর্মী পারভীন বেগম। 

এসময় বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ছালাম, উপজেলা শিক্ষা অফিসার এম এইচ এ কে এম রওনক আরা বেগমসহ উপজেলার ছয় ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মীগণ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন