বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

সাংবাদিক আমিরুল চৌধুরী চলে গেলেন না ফেরার দেশে

প্রতিনিধি, আলফাডাঙ্গা/ফরিদপুরঃ বহুল প্রচারিত দৈনিক ভোরের পাতার বোয়ালমারী প্রতিনিধি, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি, আল-হাসান মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মী সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী (৫৬) চলে গেলেন না ফেরার দেশে।

গতকাল বুধবার ভোর রাতে পৌরসভার ছোলনা গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি........রাজিউন)। তিনি দির্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে  তার মরাদেহ বোয়ালমারী প্রেসক্লাবে রাখা হয়। পরে বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোযার হোসেন, আল-হেলাল পত্রিকার সম্পাদক মো. রেজাউল হক, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম এর বক্তব্য শেষে দোয়া অনুষ্ঠিত হয়। বাদ আছর ছোলনা সালামিয়া ফাযিল মাদ্রসা প্রাঙ্গনে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

এসময় বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান নান্নু মিয়া, পৌর মেয়র মোজাফ্ফর হোসেন বাবলু মিয়া, গুনবাহা ইউপি চেয়ারম্যান এ্যাড. মো. সিরাজুল ইসলাম, সহ শত শত মুসল্লী জানাযায় অংশগ্রহণ করেন।

তার মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আব্দুর রহমান এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম সহ  রাজনীতিবীদ, সাংবাদিক, সুশিলসমাজ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন