|
আহত লিটন বিশ্বাস |
বিশেষ প্রতিনিধি ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জাটিগ্রাম মমোতাজ উদ্দিন মেমোরিয়াল ম্যাধমিক বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক ভারতি রানী বিশ্বাসের স্বামী উক্ত বিদ্যালয়ের অফিস সহকারী লিটন বিশ্বাস ও তার ছোট ভাই পঙ্গু প্রতিবন্ধী নিপেন বিশ্বাসকে গত বুধবার (৩০-১১-১৬) বিকালে জমি জমার বিরোধের জের ধরে প্রাণ নাশের উদ্দেশে দেশী অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে গুরুতর আহত করে। অভিযোগ সুত্রে জানা যায়, লিটন বিশ্বাস ও নিপেন বিশ্বাস বোয়ালমারী উপজেলার রুপপাত ইউনিয়নে টুংরাইল নিজ গ্রামে ফসলি জমিতে আইল কুপানোর সময় একই গ্রামের লাঠিয়াল মহান্দ বিশ্বাসের নেতৃত্বে আনন্দ বিশ্বাস,সুব্রপ বিশ্বাস সহ ৮/১০ জন হঠাৎ লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ী ভাবে মাথায় কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাদেরকে মুমুর্ষু অবস্থায় আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়। এ ব্যাপারে লিটনের পিতা মনিমোহন বিশ্বাস বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। সহকারী শিক্ষক ভারতি রানী বিশ্বাস সাংবাদিকদের বলেন, উক্ত সন্ত্রাসীরা বেআইনি ভাবে আমার স্বামী ও দেবরকে কুপিয়েছে এবং ইতি পূর্বেও তারা আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। বর্তমানে আমাকে মামলা না করার জন্য বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন