বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

মানুষ মানুষের জন্য, ও পজেটিভ কিটনি প্রয়োজন

আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা সরকারী প্রাথমীক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,কামারগ্রামের নিবাসী মোঃ রবিউল মাস্টার (৫০) দির্ঘ্য দিন যাবত কিটনি রোগে ভুগছেন। রবিউল মাষ্টারের দুইটি কিটনিই নষ্ট হয়ে গেছে। তার একটি ও পজেটিভ কিটনি জররী প্রয়োজন। যদি কোন সদয় মহান ব্যক্তি তার জন্য কিটনি দিতে চান তাহলে এই (০১৭১৯৫৮৭২৬২) মোবাইল নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। কিটনি দানকারীকে আলোচনা সাপেক্ষে অর্থ প্রদান করা হবে। বিজ্ঞতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন