বিশেষ প্রতিনিধি ঃ-১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও মুক্তিযুদ্ধে বাঙালী জাতির ৪৫তম বিজয় দিবস যথাযথ মর্যাদায় আলফাডাঙ্গা প্রসাশন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। ১৮ দলীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচনা ও কুইজ প্রতিযোগিতা ,শুক্রবার সূযোদয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে সকল প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, উপজেলা শহীদ মিনারে মাল্যদান, এ.জেড পাইলট উচ্চ বিদ্যালয়ে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন, ড্রিসপ্লে এবং বিজয় মঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস প্রদান করা হয়। বিকালে প্রীতি ফুটবল ম্যাচ ,ভলিবল ,হাডুডু এবং মহিলা ও শিশুদের ক্রীয়া অনুষ্ঠান শেষে সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন,থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করীম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাচান আহাদ। এ ছাড়া শহীদ জাফর স্বরনে জাগরনী ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিজয় দিবস পালিত হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন