বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

ডামুড্যায় এলজিএসপি প্রকল্পে অনিয়ম কাজ না করে টাকা আত্মসাৎ অভিযোগ

গোবিন্দ দাস ,শরীয়তপুর প্রতিনিধি ॥
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নে এলজিএসপি-২ প্রকল্পে অনিয়ম কাজ না করে টাকা আত্মসাৎ করায় প্রকল্পের চেক আটক ও ফাইল বন্ধ করে দিয়েছে প্রকল্প কর্মকর্তা।

স্থানীয় ও এলজিএসপি-২ প্রকল্প অফিস সুত্রে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরে দারুল আমান ইউনিয়নের উত্তর ডামুড্যা কছর আলী বেপারীর বাড়ি সংলগ্ন কালভার্টের জন্য ৫০ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল হক মিন্টু শিকদার কালভার্টের কাজ না করে ব্যাংক থেকে প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসাৎ করে। তদন্ত শেষে কাজ না করে টাকা উত্তোলনের তথ্য বেড়িয়ে আসলে এলজিএসপি-২ প্রকল্পের ডিএফ মোঃ রোকনুজ্জামান ওই প্রকল্পের চেক জব্ধ করে এবং উত্তোলনকৃত টাকা ডামুড্যা সোনালী ব্যাংক শাখা একাউন্টে জমা দিতে বলেন। চেয়ারম্যান মমিনুল হক মিন্টু শিকদার টাকা ব্যাংকে জমা দিলেও এখনও প্রকল্পের ওই কালভার্টটির কাজ করেননি। ২০১৫-১৬ অর্থ বছরের এলজিএসপি-২ প্রকল্পের কাজ অন্য উপজেলায় শেষ হলেও ডামুড্যায়  এখনো শুরু হয়নি।

এ বিষয়ে দারুল আমান ইউপি চেয়ারম্যান মমিনুল হক মিন্টু শিকদার বলেন, উত্তর ডামুড্যায় কালভার্ট না করে অন্য জায়গায় করা হয়েছে।  এ কারণে ডিএফ প্রকল্পের চেক জব্ধ করে নিয়ে গেছে এবং উত্তোলনকৃত টাকা ব্যাংকে জমা দিতে বলেছে। আমি ৫০ হাজার টাকা প্রকল্পের একাউন্টে ব্যাংকে জমা করে দিয়েছি।

এলজিএসপি-২ প্রকল্পের ডিএফ মো ঃ রোকনুজ্জামান বলেন, ২০১৪-১৫ অর্থ বছরে দারুল আমান ইউনিয়নে প্রকল্পের কাজ না করায় প্রকল্পের চেক জব্ধ করা হয়েছে। কাজ সম্পন্ন করা হলে চেক ফেরত দেয়া হবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন