মোঃ ইমরান খান,শরীয়তপুর প্রতিনিধি ঃ-তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচার-প্রচারণায় জমে উঠেছে শরীয়তপুর সদর উপজেলা শৌলপাড়া ইউনিয়ন। বিএনপির একক প্রার্থী থাকলেও আওয়ামী লীগে বিদ্রোহী (স্বতন্ত্র) রয়েছে একাধিক প্রার্থী। নৌকা ও ধানের শীষ প্রার্থীর চেয়েও এগিয়ে রয়েছে স্বতন্ত্র প্রার্থী মোঃ ভাষানী। তিনি দিন রাত চষে বেড়াচ্ছেন ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ইউনিয়নের ভোটারদের আশা যৌগ্য, সৎ এবং ভালো লোকদেরকে ভোট দিয়ে শৌলপাড়া ইউনিয়নের অভিভাবক হিসেবে বেছে নিবেন তারা। শৌলপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ ভাষানী খান আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মাহবুবুর রহমান রাজ্জাক নৌকা, মোঃ ফজলুল হক (ঘোড়া), ইয়াসিন হাওলাদার (মটরসাইকেল) ও বিএনপির মোহাম্মদ আলী মাদবর (ধানের শীষ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রচার-প্রচারণা ও জনপ্রিয়তায় এগিয়ে আছেন আনারস মার্কার প্রার্থী মোঃ ভাসানী। চেয়ারম্যান প্রার্থী মোঃ ভাষানী বলেন, শরীয়তপুর জেলার মধ্যে শৌলপাড়া একটি অনুন্নত ইউনিয়ন। এই ইউনিয়নের মূল সমস্যা বিদ্যু। এই বিদ্যুৎ না থাকায় শৌলপাড়া ইউনিয়ন অবহেলিত রয়ে গেছে। বিদ্যুতের কারণে ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় বিঘœ ঘটছে। সড়কগুলোর বেহাল দশার কারণে যানবাহন যাতায়াতের ঠিক মতো চলাচল করতে পারছেনা। ইউনিয়নে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। আমাকে যদি ইউনিয়নবাসী আনারস প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেন এবং এই ইউনিয়নের কাজ করার সুযোগ করে দেন তাহলে আমি এ সব সমস্যার সমাধান করার চেষ্টা করবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন