মো. মুজাহিদুল ইসলাম নাঈম: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদক সম্রাট হাসু শেখকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে থানা পুলিশ।
আজ সোমবার (১৮-০৪-১৬) সকাল ১০টায় হাসুকে কোর্টে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্ত্বিতে রবিবার রাতে এস আই খলিলুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদক সম্রাট হাসুকে ১৫ পিচ ইয়াবাসহ উপজেলার বারুইপাড়া নিজ বাড়ি থেকে আটক করে সোমবার সকালে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনী ২০০৪ এর ১৯(১) এর ৯ এর “ক” ধারায় কোর্টে প্রেরণ করা হয়। হাসু গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারাট গ্রামের মো. জয়নাল শেখ এর পুত্র।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আলফাডাঙ্গাকে মাদক মুক্ত করতে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের অভিযান অব্যহত থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন