সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

আলফাডাঙ্গায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

মো. মুজাহিদুল ইসলাম নাঈম:  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়  ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৬ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮-০৪-১৬) সকাল ৯টায় উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক টিটো। অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার, এম এইচ এ কে এম রওনক আরা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, আলফাডাঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম নাঈম, উপজেলা আ’লীগের মহিলা সম্পাদিকা রোজীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন