|
আলফাডাঙ্গা কৃষকলীগের বর্ধিত সভায় ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি মো. কবিরুল আলম মাও। |
আলফাডাঙ্গা(ফরিদপুর)ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগের আয়োজনে গত শনিবার(৩০-০৪-১৬) সকাল ১১টায় কৃষকলীগের অস্থায়ী কার্য্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের আহবায়ক মো. সোলায়মান আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি মো. কবিরুল আলম মাও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া ও সহ-সভাপতি এ্যাডঃ কাউছার শরীফ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক শেখ দেলোয়ার হেসেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক মো. নজীর মিয়া ও মো. মকলেসুর মিয়া, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক আকরামুজ্জামান রুকু মৃধা, উপজেলা কৃষকলীগের নেতা ফজলুর রহমান বাবু, মো. নাছির উদ্দিন, এস এম আসাদুজ্জামান, আবু বক্কার সিদ্দিক, মো. আসাদ মিয়া, মো. নাছির মিয়া, শাহাদত হোসেন বালা ও আজিজুর রহমান দোলাল প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। সভায় সকলের সিদ্ধান্ত মতে আগামী ১৩ মে আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ কৃষকলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন