বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

বোয়ালমারীতে আধিপত্যকে বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১০


স্টাফ রিপোর্টার:  ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইদ্রিস মোল্যা আর কাওসার মোল্যা গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এসময় নারীসহ প্রায় ১০ জন আহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ও বিকালে বোয়ালমারীর শেখর ইউনিয়নের মাগুরা গ্রামে এ সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে উভয় গ্রুপের কয়েকজন কথাকাটির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়।পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। সংঘর্ষে কালা  ও কলম নামে দুজন আহত হয়। কলমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়া হলেও কালাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার জের ধরে বিকাল ৫টায় মাগুরা মধ্যপারা কবরস্থানের পাশে উভয় পক্ষ রাম দা, লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উভয় গ্রুপের প্রায় ৬ জন আহত হন। এদের মধ্যে কাওসার গ্রুপের ইয়াকুব আলী (২৫), আবু আলী (২৮), ইদ্রীস গ্রুপের এনায়েত (৪০)গুরুতর আহন হন।তাদেরকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।  এছাড়া শরীফুল ইসলাম (২৩), মর্জিনা বেগম (৫০) ও ফজলু বিশ্বাস (৬০)আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আলফাডাঙ্গা থানা পুলিশ হাসপাতাল পর্যবেক্ষণ করেছে। 

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন