শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

সাবেক এমপি তোফাজ্জল হোসেন মুকুল মিয়ার মাগফেরাত কামনায় আলফাডাঙ্গায় দোয়া

ফাইল ছবি
মো. মুজাহিদুল ইসলাম নাঈম, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য মির্জা তোফাজ্জল হোসেন মুকুল মিয়ার আত্মার মাগফেরাত কামনায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
আজ শুক্রবার (৮-৪-১৬) উপজেলা ছাত্রলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম ও উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন এর উদ্দ্যেগে উপজেলার বিভিন্ন মসজিদে জুম্মা বাদ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুকুল মিয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-মধুখালী-বোয়ালমারী) আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমানের শ্বশুর।

উল্লেখ্য, গত সোমবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন