মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা ডিগ্রী কলেজ জাতীয়করণ করা হয়েছে। গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত একটি ফাইলে সই করেছেন। যার স্মারক নং- (৩৭০০৯.০১৮.০৮.২০০.০০১.২০১৩/৬২২)।
আলফাডাঙ্গা ডিগ্রী কলেজ সূত্র সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
আলফাডাঙ্গা উপজেলার সদরে অবস্থিত কলেজটি জাতীয়করণের মধ্য দিয়ে আলফাডাঙ্গাবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলো। একইসঙ্গে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন।
তথ্যমতে, আলফাডাঙ্গা ডিগ্রী কলেজটি ১৯৯১ সালে ১ জুলাই উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাদানের অনুমোদন পায়। ১৯৯৬ সালের ১ মার্চ এমওপি ভুক্ত হয়। পরে ২০১২ সালের ১ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পর্যায়ে শিক্ষাদানের অনুমতি পায়।
কলেজটিতে বর্তমানে ৭৩ জন শিক্ষকসহ মোট ৮৮ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১৭০০।
আলফাডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক সিকদার সাংবাদিকদের জানান, ‘সরকার কলেজটি জাতীয়করণ করায় আমরা অনেক খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান এর ইচ্ছায় আমাদের কলেজ জাতীয়করণ হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য মো. আব্দুর রহমানকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন