![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPUzlHghgz15bmMoPxLVW8h1x4QLixgO0C8IcuEEzJ_pm3c5FyuuwVKckLIJ9R4V-Z-Tnlu7uJl-uhspc2kKqHQm1BBo5SL580y2BYcjAurIbvFW_feSDCpr0smGeaMSsd8vpuefrnfQ0/s200/%25E0%25A6%2587%25E0%25A6%2589%25E0%25A6%25AA%25E0%25A6%25BF-%25E0%25A6%25A8%25E0%25A6%25BF%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%259A%25E0%25A6%25A8-1.jpg) |
৩১মার্চ বৃহস্পতিবার নির্বাচন-২০১৬ |
মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে বিএনপির নির্বাচন বর্জন ও স্বতন্ত্র প্রার্থীদের সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহনের শংকার মধ্য দিয়ে আজ ৩১ মার্চ বৃহস্পতিবার আলফাডাঙ্গা উপজেলার বানা, টগরবন্ধ ও পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও সরকার দলীয় লোকজনের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের আশংকা প্রকাশ করেছেন টগরবন্দ ইউনিয়নের আ’লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ শাহিদুজ্জামান। তিনি গতকাল বুধবার জানান, সরকার দলীয় সমর্থকরা এই ইউনিয়নে পরাজয়ের আশংকায় ভোট কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সীল মারার ষড়যন্ত্র করছে। সাধারন ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এখানে দুই স্বতন্ত্র প্রার্থী শাহিদুজ্জামান ও ইমাম হাসান শিপনের মধ্যে মুল লড়াই হবে। অপরদিকে বানা ইউনিয়নে আ’লীগ প্রার্থী হাদি হুমায়ন কবির ও স্বতন্ত্র প্রার্থী শরীফ হারুন-অর-রশিদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারনা করা হচ্ছে। পাচুড়িয়া ইউনিয়নে আ’লীগ প্রার্থী এস এম মিজানুর রহমান ও আ’লীগ বিদ্রোহী খালিদ মোশাররফ রঞ্জু, স্বতন্ত্র সাইফুর রহমান ও এমডি আল মামুন মধ্যে চতুর্থমুখী লড়াই হবে। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে তিন ইউনিয়নে দশজন ম্যাজিস্ট্রেট ও মনিটরিং করার জন্য তিন জন অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। র্যাবের টহল দেওয়ার পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করবেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল করিম বলেন, মোট ২৭টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন