মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

আলফাডাঙ্গায় বিএনপি প্রার্থীদের নির্বাচন বর্জন

মো. মুজাহিদুল ইসলাম নাঈম: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নের বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের জীবনের নিরাপত্তাহীনতা, সুষ্ঠু ও অবাধ নির্বাচন না হওয়ার আশঙ্কায় এ ঘোষণা দেন তারা।

নির্বাচন বর্জন করা প্রার্থীরা হলেন- টগরবন্দ ইউনিয়নে মো. সাজ্জাদ হোসেন সুজন, পাচুরিয়া ইউনিয়নে মো. শাহীদুর রহমান ও বানা ইউনিয়নে মো. মার্জন।

সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থীরা বলেন, দ্বিতীয় দফায় আগামী ৩১ মার্চ আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তারা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে তাদের পোস্টার ছিড়ে ফেলা, বিএনপির কর্মীদের মামলা দিয়ে জেল-জরিমানা করানো হবে বলে আ’লীগের নেতা কর্মীরা হুমকি-ধামকি দিচ্ছে। প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাহীনতা, অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ না হওয়ার আশঙ্কায় তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন বলে জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মিয়া মো. আকরামুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নূর জামাল খশরু, যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সভাপতি মো. মনিরুজ্জান মনির, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ফারুক হোসেন কাজলসহ উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন