আলফাডাঙ্গা(ফরিদপুর)ঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। স্বাধীনতার মাস মার্চ মাস। এ মাসে দেশের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করে ছিলেন। যার নেতৃত্ব দিয়ে ছিলেন শেখ মুজিবুর রহমান। যারা এদেশের জন্য শহীদ হয়েছেন আমি তাদের আত্বার মাগফেরাত কামনা করি। এ দেশ বর্তমানে পরিচালনা করছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে ২০২১ সালকে ডিজিটাল বাংলাদেশ গড়তে আপনারা সবাই আওয়ামীলীগের কাজ করে যাবেন। গত শুক্রবার ১৮ মার্চ সন্ধায় বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সমাপনী এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম আহাদুল হাসান আহাদ। বিশেষ অথিতি ছিলেন আলফাডাঙ্গা কৃষক লীগের আহবায়ক মো. সোলায়মান আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. শেখ কোবাদ হোসেন। এ সময় বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগ নেতা আকরামুজ্জামান রুকু মৃধা, আলফাডাঙ্গা কৃষক লীগের যগ্ন আহবায়ক শেখ দেলোয়ার হোসেন ও শেখ নুরুজ্জামান নুর মিয়া, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মাসুদ,কাজী নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা কাজী হানিফ, অহিদুজ্জামান মিয়া প্রমূখ। আলোচনা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সকল শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরন করেন এবং পরে এক সাংস্কৃতিক সন্ধা আয়োজন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন