বুধবার, ২৩ মার্চ, ২০১৬

ফরিদপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুবল সাহা                     সৈয়দ মাসুদ
ফরিদপুর প্রতিনিধি -: অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ মাসুদ হোসেন। মঙ্গলবার ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে ১১ বছর পর নতুন নেতৃত্ব পেল ফরিদপুর জেলা আওয়ামী লীগ। শহরের ঐতিহাসিক অম্বিকাপুর ময়দানে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে কমিটির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। নাম ঘোষণার সময় জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমাদের দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি নাম আপনাদের সামনে ঘোষণার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি নাম দুটি ঘোষণা করছি। আশা করছি আপনারা নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তাদেরকে সাদরে গ্রহণ করবেন। কারণ আমাদের দলের প্রধান সবসময়ই বিচক্ষণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। অনেক দিন ধরে সম্মেলন না হওয়ায় উষ্মা প্রকাশ করে আশরাফুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা। কিন্তু এখানে তো ত্রিবার্ষিক সম্মেলন হল না। আপনাদের সম্মেলন হচ্ছে ১১ বছর পর। আপনারা চিন্তা করেন কেন হল না। তিনি বলেন,এভাবে যদি ১১ বছর ধরে সম্মেলন না হয় তাহলে কিন্তু সংগঠন শক্তিশালী হয় না। এই জেলার একটা বৈশিষ্ট্য আছে। এই জেলা বঙ্গবন্ধুর জেলা। আপনাদের কাছে অনুরোধ, যেন প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং জেলায় সময়মতো সম্মেলন হয়। সম্মেলন না হলে নেতৃত্ব সৃষ্টি হয় না। আমি আশা করি আগামীতে তিন বছর পরই আবার সম্মেলন হবে। এর আগে সৈয়দ আশরাফুল ইসলাম সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সংসদ উপনেতা ও দলের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক এমপি, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সদস্য আব্দুর রহমান এমপি, এস এম কামাল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার প্রমুখ। নতুন সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সৈয়দ মাসুদ হোসেন ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সুবল চন্দ্র সাহা একাধিকবার ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। দলের দুঃসময়ে তার ভূমিকার কথা সবার মুখে মুখে। সর্বশেষ মেয়র নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন ছিল তার প্রতি। ফরিদপুর পৌরসভায় একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন । তিনি ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতিও। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কাজ করছেন প্রবীণ এই আইনজীবী।
অন্যদিকে ফরিদপুরের জেলা আওয়ামী লীগের সক্রিয় নেতাদের মধ্যে সৈয়দ মাসুদ হোসেন অন্যতম। তিনি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে তাকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। সম্মেলনে ৩১৪ জন কাউন্সিলর ও ৩১৪ জন ডেলিগেট অংশ নেন। এছাড়া বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম কর্মীরাও ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন