শুক্রবার, ১১ মার্চ, ২০১৬

আন্তঃ উন্মুক্ত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বাছাই সম্পন্ন

স্টাফ রিপোর্টার: ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মেধাবীদের সন্ধানে আন্তঃ উন্মুক্ত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা-২০১৬ এর বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপি আলফাডাঙ্গা এ জেড পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত বিদ্যালয়ের এস এস সি ব্যাচ-১৯৯৪’র শিক্ষার্থীদের নিয়ে গঠিত “স্মৃতিবন্ধু-৯৪” আয়োজিত বাছাইপর্বে  তিনটি বিভাগে মোট ২১ জন প্রতিযোগী ‘ইয়েস কার্ড’ পেয়েছেন। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।

বাছাইপর্বে “ক” বিভাগে প্রাইমারী পর্যায় ৭জন,  “খ” বিভাগে মাধ্যমিক পর্যায় ৭জন, “গ” বিভাগে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় ৭জন মোট ২১জন ‘ইয়েস কার্ড’ পেয়েছেন ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আলফাফাডাঙ্গা আন্তঃ উন্মুক্ত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার প্রধান বিচারক আলফাডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার এম এইচ এ কে এম রওনক আরা বেগম ও আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফরিদা বানু।

অনুষ্ঠানে “স্মৃতিবন্ধু-৯৪”র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ বেতার এর সাবেক উপস্থাপক ও আবৃত্তিকার আমেরিকান প্রবাসী মাহ্ফুজুল আলম মাহ্ফুজ, আলফাডাঙ্গা এ জেড পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম, সুজন দাশ(ছায়ানট ও কন্ঠশীলন), জনপ্রীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস ২৪. কম ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার আলফাডাঙ্গা প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈম, আলফাডাঙ্গার জনপ্রীয় ফেসবুক পেজ “আলফাডাঙ্গা পেজ”র এ্যাডমীন শুভংকর পাল সহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগিদের নিয়ে আগামী ১৯ মার্চ আলফাডাঙ্গা এ জেড পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে “আলফাডাঙ্গা আন্তঃ উন্মুক্ত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মূল পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জনপ্রীয় অনলাইন নিউজ পোর্টাল “ঢাকা টাইমস ২৪. কম”, “আলফাডাঙ্গা পেজ” ও মধুমতি মাল্টিমিডিয়া এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন