আলফাডাঙ্গায় নৌকায় আগুন |
স্টাফ রিপোর্টার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নে কাপড় ও বাঁশ দিয়ে তৈরী নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
গত সোমবার ২১মার্চ গভীর রাতে যোগিবরাট মাদ্রাসার সামনে তিন রাস্তার ওপর টানানো নৌকায় প্রতিপক্ষের লোকজন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ওই ইউনিয়নের আ‘লীগ প্রার্থী এস এম মিজানুর রহমান।
এ ব্যাপারে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান জালালউদ্দিনের ভাগ্নে আ‘লীগ বিদ্রোহী প্রার্থী খালিদ মোশাররফ (রঞ্জু) ওই দিন রাতে নৌকায় আগুন ধরিয়ে দিয়েছে বলে আমার ধারণা। এর আগে গত সোমবার তার কর্মী আ‘লীগ সমর্থক পাচুড়িয়া গ্রামের মান্নানকে (৩০) রঞ্জু সমর্থক একই গ্রামের খসরু ও হুমায়ুন বেধড়ক মারপিট করে। থানায় বা নির্বাচন সংশ্লিষ্ট কোন কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি বর্তমানে (মঙ্গলবার) ফরিদপুর জেলা আ‘লীগের সম্মেলনে যোগ দিতে এসেছি। সন্ধ্যায় ফিরে এসে লিখিত অভিযোগ দিব।
মিজানুর রহমান আরও বলেন, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান সরকারি গাড়ি ব্যবহার করে এলাকায় এসে তার ভাগ্নে বিদ্রোহী প্রার্থী রঞ্জুর পক্ষে ভোটের প্রচারনা চালাচ্ছেন।
এ সব অভিযোগের ব্যাপারে রঞ্জু বলেন, মিজানুর রহমান টাকা দিয়ে নৌকা প্রতীক কিনে দলের নেতা কর্মীর সমর্থন না পেয়ে তিনি নিজেই নৌকায় আগুন ধরিয়ে দিয়ে দলের নেতা কর্মীদের সহানুভতি আদায়ের ব্যর্থ চেষ্টা করছেন। উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহার করে ভোটের প্রচারণা চালানোর অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন। নির্বাচনে পরাজয়ের ভয়ে মিজানুর রহমান এসব আবোলতাবোল বকছেন।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল করিম বলেন, (মঙ্গলবার) দুপুর পর্যন্ত তিনি কোন অভিযোগ হাতে পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস বলেন, নৌকা পুড়িয়ে দেওয়ার ঘটনা মৌখিক ভাবে জানতে পেরেছি। লিখিত কোন অভিযোগ হাতে পাইনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন