মো. মুজাহিদুল ইসলাম নাঈম, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। দ্বিতীয় দফার নির্বাচনে উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ করার কথা থাকলেও আলফাডাঙ্গাকে নতুন পৌরসভা ঘোষণা করায় তিনটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানের শেষদিন বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত তিনটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১৯ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ৯৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্যা ২৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৪নং টগরবন্দ ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন, আ’লীগের মুন্সি মিজানুর রহমান, বিএনপির মোঃ সাজ্জাদ হোসেন (সুজন), জাতীয় পার্টি’র মো. রুহুল আমিন ভুঁইয়া। আ’লীগের বিদ্রহী প্রার্থী শেখ সাহিদুজ্জামান, সতন্ত্র প্রার্থী ইমাম হাসান শিপন। সাধারণ সদস্য ৩৮ জন, সংরক্ষিত মহিলা সদস্যা ১২ জন।
৫নং বানা ইউপিতে মনোনয়ন পত্র দাখিল করেছেন, আ’লীগের প্রার্থী হাদী হুমায়ুন কবির, বিএনপির প্রার্থী মার্জন, ইসলামি আন্দলন বাংলাদেশের প্রার্থী মো. আকবর হোসেন। স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম, কাজী হারুন অর রশীদ, নজরুল ইসলাম শরীফ, মো. আব্দুল কাদের। সাধারণ সদস্য ২৮ জন ও মহিলা সংরক্ষিত সদস্যা ৮ জন।
৬নং পাচুড়িয়া ইউপি মনোনয়ন পত্র দাখিল করেছেন, আ’লীগের প্রার্থী এস এম মিজানুর রহমান, বিএনপির প্রার্থী শাহিদুর রহমান (পান্নু), ইসলামি আন্দলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল হালিম। আ’লীগের বিদ্রহী প্রার্থী খালিদ মোশাররফ (রঞ্জু), মমিনুর রহমান। স্বতন্ত্র প্রার্থী আল মামুন মিয়া, সাইদুর রহমান। সাধারণ সদস্য ৩২ জন, মহিলা সংরক্ষিত সদস্যা ৭ জন।
উল্লেখ্য, গত সোমবার আলফাডাঙ্গা পৌরসভা গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় অনুমদিত হওয়ায় ১নং বুড়াইচ ইউনিয়ন, ২ নং গোপালপুর ইউনিয়ন ও ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন