বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

নৌকার প্রতিপক্ষ আওয়ামী লীগই,জমে উঠেছে আলফাডাঙ্গায় ইউপি নির্বাচন ,প্রচার প্রচারনায় ভোটারদের দ্বারে প্রার্থীরা

মো. সাইফুর রহমান সাইফার
আল মামুন মিয়া বাদশা
খালিদ মোশারেফ রঞ্জু
এস এম মিজানুর রহমান

মো. হারুন অর রশীদ শরীফ
হাদী হুমায়ুন কবির বাবু

ইমাম হাসান শিপন

শেখ সাহিদুজ্জামান

 মুন্সি মিজানুর রহমান
আলফাডাঙ্গা(ফরিদপুর) ঃ জমে উঠেছে ইউপি নির্বাচন, প্রচার প্রচারনায় দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে প্রার্থীরা। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট পাওয়ার আশায় হাট বাজারের এমনকি বাড়িতে বাড়িতে গন সংযোগ করছেন প্রার্থীরা। সরেজমিন ঘুরে দেখা যায়, চায়ের দোকানে ও গ্রামে মহল্লায় মোড়ে মোড়ে চলছে নির্বাচনী প্রচার প্রচারনা। বিভিন্ন প্রার্থীর সর্মথকরা চায়ের দোকানে তাদের প্রার্থী পক্ষে ঝড় তুলছেন। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ঘাটি। এ উপজেলা থেকে জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ প্রায় ৯০% ভোট পেয়ে থাকে। এ নির্বাচনে নৌকার প্রতিপক্ষ আওয়ামী লীগই। আওয়ামীলীগের প্রতিপক্ষ বিদ্রোহী আওয়ামীলীগ এবং সতন্ত্র প্রার্থীও আওয়ামীলীগের নেতা। এ উপজেলায় তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। দ্বিতীয় দফার নির্বাচনে উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ করার কথা থাকলেও আলফাডাঙ্গা-কে নতুন পৌরসভা ঘোষণা করায় তিনটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল বুধবার ২ মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত, তিনটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১৯ জন, সংরক্ষিত মহিলা সদস্যা ২৭ জন ও সাধারণ সদস্য পদে ৯৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। গত ৫ ও ৬ তারিখে নির্বাচন রিটার্নিং অফিসার কার্যালয় বাছাই পর্বে বানা ও পাচুড়িয়া ইউনিয়নে ইসলামি আন্দলন বাংলাদেশের প্রার্থী মো. আকবর হোসেন ও মো. আব্দুল হালিম সহ ১ জন মহিলা সদস্য ও ১ জন সাধারন সদস্য মনোনয়ন পত্র বাতিল পরেন। তিন ইউনিয়নে ২৭ টি ওয়ার্ডে ২৭ টি কেন্দ্রে ১১০ টি ভোটকক্ষে(বুথ) ভোট গ্রহন করা হবে।
৪নং টগরবন্দ ইউনিয়ানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করবেন আ’লীগের মুন্সি মিজানুর রহমান(নৌকা), বিএনপির মোঃ সাজ্জাদ হোসেন (সুজন)(ধানের শীর্ষ), জাতীয় পার্টি’ মো. রুহুল আমিন ভুঁইয়া(লাঙ্গল), আ’লীগের বিদ্রোহী প্রার্থী শেখ সাহিদুজ্জামান(আনারস), সতন্ত্র প্রার্থী ইমাম হাসান শিপন(চশমা)। সংরক্ষিত মহিলা সদস্যা ১২ জন ও সাধারণ সদস্য ৩৮ জন।
৫নং বানা ইউনিয়ানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করবেন আ’লীগের প্রার্থী হাদী হুমায়ুন কবির বাবু(নৌকা), বিএনপির প্রার্থী মার্জন(ধানেরশীর্ষ),সতন্ত্র প্রার্থী মো. হারুন অর রশীদ শরীফ(চশমা),গত শুক্রবার ১৮ মার্চ শিরগ্রাম স্কুলে জনসভায় সতন্ত্র প্রার্থী মো. আব্দুল কাদের তার প্রর্থীতা প্রত্যাহার তরে নিয়ে নৌকার পক্ষে সর্মথন দিয়েছে। মহিলা সংরক্ষিত সদস্য ৮ জন ও সাধারণ সদস্য ২৮ জন ।
৬নং পাচুড়িয়া ইউনিয়ানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করবেন, আ’লীগের প্রার্থী এস এম মিজানুর রহমান(নৌকা), বিএনপির প্রার্থী শাহিদুর রহমান (পান্নু)(ধানের শীর্ষ), আ’লীগের বিদ্রোহী প্রার্থী খালিদ মোশারেফ (রঞ্জু)(মটর সাইকেল) ও মো. মোমিনুর রহমান(টেলিফোন), স্বতন্ত্র প্রার্থী আল মামুন মিয়া(আনারস) ও মো. সাইফুর রহমান সাইফার(চশমা)। মহিলা সংরক্ষিত সদস্যা ৭ জন ও সাধারণ সদস্য ৩২ জন। এ ব্যাপারে রিটানিং অফিসার বিকাশ কুমার সাহা সাংবাদিকদের বলেন, ইতি মধ্যে ঝুকিপূর্ন কেন্দ্র গুলি বাছাই করা হচ্ছে। নির্বাচন যাতে সুন্দর সুষ্ঠ হয় সে জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন