মঙ্গলবার, ৩ মে, ২০১৬

গোপালপুরের ডাকু মেম্বার চিরতরে চলে গেলেন না ফেরার দেশে

 মোঃ নজরুল ইসলাম (ডাকু)
আলফাডাঙ্গা প্রতিনিধি ঃ আলফাডাঙ্গা উপজেলাধীন গোপালপুর ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম (ডাকু)মেম্বার চিরতরে চলে গেলেন না ফেরার দেশে। গত সোমবার ২ মে নিজ বাড়ি গোপালপুর গ্রামে সকাল ৮টা ৪৫ মিনিটে হার্ড ষ্টক আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্মরত ডাক্তার তাকে মৃতঃ ঘোষনা করেন। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে,তিন মেয়ে, আত্বীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তাকে বিকালে আসর বাদ গোপালপুর মাদ্রাসা ময়দানে জানাজা শেষে গোপালপুর কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান,ইউপি চেয়ারম্যান,মেম্বার,প্রশাসনের কর্মকর্তাগন,সুধীজন,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন,চেয়ারম্যান,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক গভীর শোক প্রকাশ করেন।

নজরুল ইসলাম ২০০২-২০১৬ সাল টানা ১৪ বছর ইউপি সদস্য ছলিনে। ২০১৬ সালে তনিি সফল ইউপি সদস্য ও সমাজসবেক হসিবেে মহান মাতৃভাষা সম্মাননা পদক লাভ করনে। ইউনাইটডে মুভমন্টে হউিম্যান রাইটস-এর পক্ষ থকেে তাকে এ সম্মাননা দয়ো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন