আলফাডাঙ্গায় চাল উদ্ধার |
জানা যায়, ফরিদপুরের শহরতলীর বাখুন্ডা এলাকায় র্যাবের পোশাক পরে মাইক্রো দিয়ে চালবোঝাই ট্রাকটি ছিনতাই হয়। ট্রাকের চালক জাহাঙ্গীর আলম ও হেল্পার শহিদ মোল্লাকে হাত-পা বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলফাডাঙ্গা বাজার থেকে চাল ব্যাবসায়ী ইবাদত গাজী(৩২),উজ্জল(৩৫),গোবিন্দ(২৬) ও সজলকে(২৫) ৫০ কেজির ৬০ বস্তা উক্ত ছিনতাই হওয়া চাল উদ্ধার সহ ওই চার জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে আটককৃতদের তথ্য মতে থানা পুলিশ সালথা উপজেলা খাকদি বাজার থেকে কিষœ কুন্ডু ও আনন্দ কুন্ডুর গুদাম থেকে বাকী ২৬৫ বস্তা চাল সহ কিষেœর বাবা সুবর্ত কুন্ডুকে আটক করে ঐ রাতে আলফাডাঙ্গা থানায় নিয়ে আসে পুলিশ। চুরিই মাল রাখার অপরাধে আলফাডাঙ্গা থানা পুলিশ ৬ জনকে আসামী করে মামলা দ্বায়ের করেন। পরে আটককৃত সুবর্ত কুন্ডুকে পুলিশ ছেড়ে দেওয়ায় আলফাডাঙ্গা বাজার ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে। শুক্রবার দিনগত রাতে আটককৃতদের ফরিদপুর জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস আই খলিলুর রহমান বলেন, মামলার আসামী কৃষœ কুন্ডু ও আনন্দ কুন্ডু। সুবর্ত কুন্ডু আসামী না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ট্রাকের চালক জাহাঙ্গীর আলম জানান, রাজশাহী থেকে ১৮ টন চাল নিয়ে তিনি শরীয়তপুরে যাচ্ছিলেন। পথে ফরিদপুরের বাখুন্ডা এলাকায় ট্রাকটিকে থামানো হয়। মাইক্রোবাস থেকে ১০-১২ জন ট্রাকে তল্লাশির নাম করে তাদের হাত-পা বেঁধে ফেলে। তাদের ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর দুর্বৃত্তরা ট্রাকভর্তি চাল নিয়ে চালক ও সহকারীকে বরিশাল জেলার উজিরপুরে ফেলে চলে যায়। ভোরে মারাত্মক অসুস্থ অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন