মঙ্গলবার, ৩ মে, ২০১৬

শরীয়তপুরে মে দিবসের র‌্যালী ও আলোচনা সভা

শরীয়তপুর প্রতিনিধি ॥ যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে আন্তর্জাতিক মহান মে দিবস ২০১৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১লা মে রোববার সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তঃজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারের নেতৃত্বে সকাল ১০ টায় শরীয়তপুর বাসস্টান্ড থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্টান্ড গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফারুক চৌকিদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার। আন্তঃজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজম মাদবরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমিন কোতোয়াল, পৌরসভা আ’লীগের সভাপতি এমএ মজলিশ খান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগ সভাপতি শেখ মোহাম্মদ বিল্লাল, শ্রমিক নেতা ফারুক বেপারী, সাত্তার পাহাড়, সাবেক ছাত্রনেতা সুবাস চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়াল প্রমূখ। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন