মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

গাছ খেঁকো সার্ভেয়ার আইয়ুব হোসেন

প্রথম পর্ব
বিশেষ প্রতিনিধি ঃ- হাজারো অভিযোগের ঝড় উঠেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সহকারী ভূমি অফিসের গাছ খেঁকো সার্ভেয়ার মো. আইয়ুব হোসেনের বিরুদ্ধে।
তিনি জমি মাপার ক্ষেত্রে দর কষাকষি, জমির দো-সিমানায় থাকা গাছ টাকা নিয়ে তা পাইয়ে দেওয়া, আর সরকারি রাস্তার পাশে গাছ থাকলে তা প্রশাসনের কথা বলে উপজেলার ভিতরে কিছু রাখেন আর বাকি গাছ নিজেই হজম করেন। সেই গাছের কাঠ দিয়ে র্ফানিচার তৈরী করে নিজ বাড়িতে ট্রাক ভরে পাঠান। উপজেলা ব্যাপি রয়েছে তার কু-কর্মের শক্তিশালী নেটওয়ার্ক । এমনই এক কু-কর্মের অডিও বার্তা পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক নসিমন চালকের অডিও সূত্রে জানা যায়, সার্ভেয়ার নিজের মুঠোফোনে নসিমন চালককে সরকারী গাছ গুলি আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত বাকাইল স-মিলে রাখার নির্দেশ দিচ্ছেন। এ ব্যাপারে সার্ভেয়ার মো. আইয়ুব হোসেন বলেন, উপজেলার বিভিন্ন স্থান থেকে গাছ আনতে ভ্যান ভাড়া দেওয়া লাগে আমি সে গুগো পাবো কোথায়। তবে তিনি অন্য অভিযোগের বিষয় কিছু বলেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন