স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মো. খলিলুর রহমান এর অপসারণের দাবীতে উপজেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭-০৫-১৬) বিকাল ৬ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলা যুবলীগের সভাপতি মো. আহসান উদ্দৌলা রানা ঘটনার দিন মঙ্গলবার দুপুর ১টায় তার নিজের প্রয়োজনে থানায় আসে। পূর্বের কাজের ঘুষের টাকা এস আই মো. খলিলুর রহমান রানার নিকট চায়। রানা ঘুষের টাকা দিতে অস্বীকার করায় কথা কাটা-কাটির এক পর্যায় তাকে থানা থেকে বের করে দেন এবং পরবর্তীতে থানায় আসিলে দেখিয়ে দেওয়ার হুমকি দেন। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার শত শত নেতাকর্মীরা বিকালে আওয়ামীলীগ অফিসের অস্থায়ী কার্য়লয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলার আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এক বিক্ষোভ মিছিল বের করে।
প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. নুরুল বাসার মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন আ’লীগের সহ-সভাপতি মকিবুল হাসান পটু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা ২৪ ঘন্টার মধ্যে ওই এস আই’র অপসারনের দাবী জানান।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম মুঠোফোনে বলেন, বিষয়টি আমি শুনেছি তবে দ্রুত সমাধানের চেষ্টা করছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন