|
মোসাঃ ববিতা খানম |
মোসাঃ-ববিতা খানম(২২),স্বামীঃ-আবুল খায়ের,পিতাঃ- মো. নুর ইসলাম,গ্রাম +উপজেলাঃ- আলফাডাঙ্গা,জেলাঃ-ফরিদপুর। সে কয়েক বছর পূর্বে নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। সে মানসিক রোগী ছিল। বতর্মানে তাকে কোথাও খোজ করে পাওয়া যাচ্ছে না। যদি কেউ তার সন্ধান দিতে পারে তাহলে তাকে পুরস্কার করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ-মোঃ-আবুল খায়ের ও মোঃ নুর ইসলাম,০১৯৭৮৮৪২৬৭০,০১৭৩১২৬১৬৯৬।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন