মঙ্গলবার, ৩ মে, ২০১৬

শরীয়তপুর দুইটি মন্দিরের মুর্তি ভাংচুর, আটক -১

শরীয়তপুর হরিসভার ও ঋষি পাড়ায় মন্দির ভাংচুর করেছে দুর্বৃত্তরা
মোঃ ইমরান খান, শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর জেলার কেন্দ্রীয় মন্দির হরিসভার ও ঋষি পাড়ায় ১০টি মন্দির ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার সময় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শরীয়তপুর জেলা সদরে অবস্থিত জেলার কেন্দ্রীয় মন্দিরে (সরিসভা) ও ঋষি পাড়ায় শুক্রবার দিবাগত রাত ১টার সময় দুর্বৃত্তরা মন্দিরের ভিতরে ঢুকে দূর্গা মন্দিরে থাকা ১৩টি বিভিন্ন প্রতিমা ভাংচুর করে। বাজারের ব্যবসায়ী বাদল তপাদার ও পাহারাদার  প্রতীমা ভাংচুরের সময় সিরাজুল ইসলাম কাজী নামে একজনকে কেন্দ্রীয় মন্দির (সরিসভা) থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। সিরাজুল ইসলাম সদর উপজেলার উপুরগাও গুচ্ছগ্রামের মোঃ নুরুল ইসলাম কাজীর ছেলে।

কেন্দ্রীয় মন্দির হরিসভার সভাপতি বিমল কৃষ অধিকারী বলেন, গভীর রাতে সহিরসভা কেন্দ্রীয় মন্দিরে হামলা চালিয়ে লোকনাথের ২টি, জগদ্দার্তীর ১টি, কালিমূর্তি ১টি, স্বরসতী মুর্তি ২টি, ও ইষ্টসখির ৪টি মুর্তি সহ মোট ১০ টি মুর্তি ভাংচুর করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

পালং মডেল থানার ওসি (তদন্ত) মোঃ এনামুল হক বলেন, হসিসভা কেন্দ্রীয় মন্দিরে মুর্তি ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে বের করা হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন