আলফাডাঙ্গা(ফরিদপুর)ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইভটিজিং এর অপরাধে মো. আয়ুব শরীফ (২২) নামে এক যুবককে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আয়ুব শরীফ উপজেলার জাটিগ্রামের মোহাম্মদ শরীফ’র পুত্র। গত সোমবার (৩০-০৫-১৬) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ভ্রাম্যমান আদালত বসিয়ে ইভটিজিং এর ৫০৯ ধারায় এ দন্ডাদেশ প্রদান করেন। জানা যায়, গোপালগঞ্জ জেলার পিঙ্গলিয়া দাখিল মাদ্রাসায় বি.এ পড়–য়া এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় আসা যাওয়ার সময় রাস্তা ঘাটে প্রেম নিবদনের প্রস্তাব দেয় আয়ুব শরীফ। ঐ ছাত্রী প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রসায় আসা যাওয়ার পথে কু-প্রস্তাব দেয়াসহ বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকলে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশ বিচার করা হয়। সালিশ বিচারের কিছুদিন পর থেকে আয়ুব শরীফ ক্ষিপ্ত হয়ে ঐ ছাত্রীকে এসিড মারাসহ খুন জখমের হুমকি প্রদান করে। সোমবার সকাল অনুমানিক সাড়ে ৮টায় ঐ ছাত্রী বাড়ি থেকে মাদ্রসায় যাওয়ার পথে একা পেয়ে পথ আটকাইয়া পূনরায় কু-প্রস্তাব দিলে জোর পূর্বক হাত ধরে টানাটানি করার পর ছাত্রী দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। খবরটি পেয়ে ছাত্রীর বাবা একই গ্রামের মো. ইয়ার আলী তাকে বাড়িতে নিয়ে আসে তারপর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়। অভিযোগের পরিপেক্ষীতে উপজেলা নির্বাহী অফিসার এ রায় প্রদান করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন