বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

আর কত বয়াস হলে বয়স্ক ভাতা পাবেন খোলাবাড়ির আয়শা বেগম

 আয়শা বেগম বাঁশের লাঠিতে ভর
শাহারিয়ার হোসেনঃ- সৃষ্টিকর্তা সবই পারেন, কাউকে দীর্ঘ আয়ু দেন, আবার কাউকে জম্ম নেয়ার সাথে সাথে মৃত্যু দেন,আর যাকে দির্ঘ আয়ু দান করেন, তাকে কুজো করে দেন। তেমন টাই হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন এর খোলাবাড়ীয়া গ্রামের  হাজী আব্দুস ছালাম এর চাচি মার বেলায়। ১৯৭৫ সালে স্বামী হারা নিঃসন্তান আয়শা বেগম। গত মঙ্গলবার বিকালে আমাদের এ  প্রতিবেদক সেখানে পৌছে দেখতেপান ১২৫ বছর বয়সেও তিনি বাঁশের লাঠিতে ভর দিয়ে হাটি হাটি পা পা করে শিশুদের মত হাটতে চেষ্টা করছেন। এ সময়  তিনি আক্ষেপ করে  বলেন, বাবা! আর কত বছর বয়স হলে বয়াস্কভাতা পাবো ? আমারতো একটা ভাতা পাওয়া প্রায়োজন। প্রশাসনের নিকট সুধী মহলের প্রশ্ন আয়শা বেগমকি ভাতা পাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন