বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

বিদ্যধার অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি ঘর লুট ও ভাংচুর

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যধার গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ৫ টি ঘরের টিনের বেড়া কুপিয়ে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে মালামাল লুট করে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে মোতায়ন রয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, আজ বৃহস্পতিবার(২৭-১০-১৬) তারিখে সকাল ৯টার সময় উপজেলার সদর ইউনিয়নের বিদ্যধার গ্রামে এ ঘটনা ঘটে । পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে গ্রামের চার পাশে টহল দিচ্ছে।
স্থানীয়রা জানান, ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আহাদুল হাচান ও চেয়ারম্যান পদপ্রার্থী আঃ রাজ্জাক এর দুইটি গ্রুপের মধ্যে দন্ড থাকায় রাজ্জাক গ্রুপের লোকজন বৃহস্পতিবার সকালে সাহাদত হোসেনের নেতৃত্বে একই গ্রামের নাগর, চঞ্চল, মান্নান, রিপন ও ইকবলের বাড়িতে আকর্ষিক ভাবে হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমি লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে দ্রুত আইন গত ব্যাবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন