সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকতো তাহলে এ দেশ ভিক্ষুকের দেশে পরিণত হত .... উপজেলা চেয়ারম্যান জালাল উদ্দিন আহম্মেদ

ষ্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকতো তাহলে এ দেশ ভিক্ষুকের দেশে পরিণত হত বলে মন্তব্য করেছেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ।
আজ সোমবার (৩১.১০.১৬) সকাল ১০টায় ফরিদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ও আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কিছুদিন আগে আমি সৌদি আরবে হজ্ব করতে গিয়েছিলাম সেখানে দেখলাম পাকিস্তানের মেয়েরা ভিক্ষাবৃত্তি করছে কিন্তু বাংলাদেশের কাউকে সেখানে ভিক্ষাবৃত্তি করতে দেখি নাই। তাই বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকতো তাহলে এ দেশ এতদিনে ভিক্ষুকের দেশেই পরিণত হত।

তিনি আরও বলেন, দুর্নীতি এ দেশকে ধ্বংস করে দিচ্ছে, তাই সবাইকে  দুর্নীতির  বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তাহলে এ দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত হবে।

আলোচনা সভায় সরকারের সাফল্য অর্জন ও বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আরও বক্তব্য দেন, ফরিদপুর জেলা সিনিয়র অফিসার মো. মশিইর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, সাংবাদিক আলমগীর কবির প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন