মোঃ মুজাহিদুল ইসলাম নাঈমঃ আলফাডাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের প্রার্থীতা জোড়ালো করতে
নির্বাচনী প্রস্তুতিমূলক জনসভা করেছেন বর্তমান ইউপি চেয়ারম্যান আহাদুল
হাসান আহাদ।
আলফাডাঙ্গাকে পৌরসভা ঘোষণা করায় গত ইউপি নির্বাচনের সময় ফরিদপুরের গোপালপুর, আলফাডাঙ্গা ও বুড়াইছ ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছিল।
শুক্রবার বিকাল ৪টায় জাটীগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা হয়।
দুপুর দুইটা হতেই ইউনিয়নের শতশত নেতাকর্মী ও সমর্থক জড়ো হতে থাকেন
জনসভাস্থলে। বিকাল ৩টায় সদর ইউপি চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে
চেয়ারম্যান প্রার্থী এ কে এম আহাদুল হাসান আহাদ গাড়িবহর নিয়ে শোডাউনের
মাধ্যমে সভাস্থলে পৌঁছান।
এসময় নেতাকর্মীরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আহাদ ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’’- স্লোগানে সভাস্থল মূখরিত করে তোলেন।
জনসভায় মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান কবীর দাউদ মিয়ার সভাপতিত্বে প্রধান
বক্তা ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সদর
ইউপি চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ কে এম
আহাদুল হাসান আহাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এ কে এম
জাহিদুল হাসান জাহিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু বক্কার সিদ্দীক,
সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, ইমারত হোসেন, রফিকুল ইসলাম মোল্যা,
শরফুদ্দিন ও মো. উজ্জল প্রমুখ।
প্রধান বক্তা আহাদুল হাসান তার বক্তব্যে বিগত দিনে ইউনিয়নে তার সময়ের
বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন ও আগামীতে এ উন্নয়নের ধারা
অব্যহত রাখতে সকল ভেদাভেদ ভুলে তার পক্ষে কাজ করার জন্য ইউনিয়ন বাসীর প্রতি
আহবান জানান।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে আগামী ইউপি নির্বাচনে যোগ্যনেতা হিসাবে
আহাদুল হাসান আহাদকে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত
করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।
জনসভায় ইউনিয়নের ১৫টি গ্রামের শতশত নেতাকর্মী ও সমর্থক স্বতস্ফূর্তভাবে অংশ নেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন