স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে আলম মোল্যা (৪৫) নামের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের এ দন্ডাদেশ দেন। আলম মোল্যা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. রইজ উদ্দিন আহমেদ এর ছেলে।
আদালত সূত্র জানায়, শনিবার রাতে স্থানীয় জনগণ কৃষ্ণপুর থেকে ৪ পিছ ইয়াবাসহ ইয়াবা সেবনরত অবস্থায় আলম মোল্যাকে আটক করে আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে তুলে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আলম মোল্যাকে সোপর্দ করা হলে রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ কার্যালয়ে তাকে এ দন্ডাদেশ দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন