বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ ও মাদক বিরোধী সভা

স্টাফ ‍রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. মাহাফুজা বেগম। 

সভায় অতিথিরা মাদক ও বাল্যবিবাহের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বক্তব্য দেন ও উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক ব্যবহার ও বাল্য বিবাহ না করার জন্য শপথ পাঠ করান।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন