সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ আলফাডাঙ্গা উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি  মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৩.১০.১৬) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে  এ সভা হয়। সভায় আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল করীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয় ও উপজেলার ৪১টি পূজা মন্ডপের প্রত্যেক পূজা মন্ডপের মাঝে সরকারি অনুদান ৫’শত কেজি করে চাউল বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন