মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন মিলনায়তনে এক
মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ
আবুল খায়ের সভায় সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক বলেন, ‘মাদক একটি ভয়ানক ব্যধি। এটি যুবসমাজকে মারাত্মক
ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই আমি আপনাদের সহযোগিতা নিয়ে আলফাডাঙ্গাকে
মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়তে তুলতে চাই।’
প্রধান অতিথির বক্তব্যে উম্মে সালমা তানজিয়া বলেন, ‘আমার কোন
কর্মকর্তা-কর্মচারী যদি কোন দুর্নীতি বা অনিয়ম করেন- তাহলে আমাকে জানাবেন।
আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আলফাডাঙ্গার উন্নয়নকে
আরও তরান্বিত করতে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যহত থাকবে বলে
আশ্বাস দেন ফরিদপুর জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় ডিডিএলজি উপ-পরিচালক ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর,
উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দীন আহম্মেদ, উপজেলা আ.লীগের
সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর
রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা সালাম, সাবেক মুক্তিযোদ্ধা
কমান্ডার আবু হোসেন তালুকদার, আলফাডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
মো. মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুর রহমান
তাজ, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেনসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি
কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
সভা পরিচালনা করেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সারেকুল হাসান নয়ন ও গোপালপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা অধির কুমার গুহ।
মতবিনিময় সভা শেষে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ভূমি অফিসসহ একাধিক সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন