বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

আগামী দুই মাসের মধ্যে পৌর এলাকাকে মাদক মুক্ত করা হবে ------ ইউএনও মোহাম্মদ আবুল খায়ের

স্টাফ রিপোর্টার ঃ আগামী দুই মাসের মধ্যে আলফাডাঙ্গা পৌর এলাকাকে মাদক মুক্ত করা হবে, মাদকের সাথে কোন আপোষ নেই, যারা মাদকের সাথে জড়িত তাদের ব্যপারে আপনারা প্রশাসনকে জানাবেন। তিনি আরও বলেন, কোথাও যদি বাল্য বিবাহ হয় তাহলে সে খবর আমাকে দিবেন, উপজেলা সদরে এ.জেড পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে এক সচেতনামূলক সভায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এসব কথা বলেন। উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনি মাদক ব্যবহার না করার জন্য শপথ পাঠ করান। এ.জেড পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজনে আজ ১৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, থানার উপ-পরিদর্শক(এস আই) মো. সাহেব আলী , উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম সহ বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থী বৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন