সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকতো তাহলে এ দেশ ভিক্ষুকের দেশে পরিণত হত .... উপজেলা চেয়ারম্যান জালাল উদ্দিন আহম্মেদ

ষ্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকতো তাহলে এ দেশ ভিক্ষুকের দেশে পরিণত হত বলে মন্তব্য করেছেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহম্মেদ।
আজ সোমবার (৩১.১০.১৬) সকাল ১০টায় ফরিদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ও আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কিছুদিন আগে আমি সৌদি আরবে হজ্ব করতে গিয়েছিলাম সেখানে দেখলাম পাকিস্তানের মেয়েরা ভিক্ষাবৃত্তি করছে কিন্তু বাংলাদেশের কাউকে সেখানে ভিক্ষাবৃত্তি করতে দেখি নাই। তাই বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকতো তাহলে এ দেশ এতদিনে ভিক্ষুকের দেশেই পরিণত হত।

তিনি আরও বলেন, দুর্নীতি এ দেশকে ধ্বংস করে দিচ্ছে, তাই সবাইকে  দুর্নীতির  বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তাহলে এ দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত হবে।

আলোচনা সভায় সরকারের সাফল্য অর্জন ও বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আরও বক্তব্য দেন, ফরিদপুর জেলা সিনিয়র অফিসার মো. মশিইর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, সাংবাদিক আলমগীর কবির প্রমুখ।

রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

আলফাডাঙ্গায় জেলা তথ্য অফিসের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণ বিষয়ক সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর জেলা তথ্য অফিস।

রবিবার বিকাল ৪টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ  সংবাদ সম্মেলন হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. মশিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলমসহ স্থানীয় সকল সাংবাদিক বৃন্দ।

শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

কাজী সিরাজ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়ায় আলফাডাঙ্গায় মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল  ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ায়
ফরিদপুরের আলফাডাঙ্গায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে উপজেলার নেতাকর্মীরা।
শনিবার (২৯.১০.১৬) বিকালে আছর নামাজের পর উপজেলা কৃষক লীগের যুগ্ন- আহবায়ক শেখ দেলোয়ার হেসেন ও বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান এর উদ্দ্যেগে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
মিছিলটি উপজেলা কৃষক লীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কৃষক লীগের কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ ও মাদক বিরোধী সভা

স্টাফ ‍রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. মাহাফুজা বেগম। 

সভায় অতিথিরা মাদক ও বাল্যবিবাহের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বক্তব্য দেন ও উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক ব্যবহার ও বাল্য বিবাহ না করার জন্য শপথ পাঠ করান।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যধার অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি ঘর লুট ও ভাংচুর

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যধার গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ৫ টি ঘরের টিনের বেড়া কুপিয়ে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে মালামাল লুট করে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে মোতায়ন রয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, আজ বৃহস্পতিবার(২৭-১০-১৬) তারিখে সকাল ৯টার সময় উপজেলার সদর ইউনিয়নের বিদ্যধার গ্রামে এ ঘটনা ঘটে । পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে গ্রামের চার পাশে টহল দিচ্ছে।
স্থানীয়রা জানান, ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আহাদুল হাচান ও চেয়ারম্যান পদপ্রার্থী আঃ রাজ্জাক এর দুইটি গ্রুপের মধ্যে দন্ড থাকায় রাজ্জাক গ্রুপের লোকজন বৃহস্পতিবার সকালে সাহাদত হোসেনের নেতৃত্বে একই গ্রামের নাগর, চঞ্চল, মান্নান, রিপন ও ইকবলের বাড়িতে আকর্ষিক ভাবে হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমি লিখিত কোন অভিযোগ পাইনি। পেলে দ্রুত আইন গত ব্যাবস্থা নেয়া হবে।

ধলাইচর প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ গুরুত্বর আহত

প্রতিনিধি,আলফাডাঙ্গা ঃ জমি-জমার বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ধলাইচর ওয়ার্ড এর গ্রাম পুলিশ রফিক হোসেন (৬০)  গুরুত্বর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার রফিকের ছেলের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে পান্নু (৪০), চুন্নু (৩০),সজিব(১৮),মনিরা(৩৫) কোহিনুর(২৫),লেকজান(৬৫)এর নামে থানায় অভিযোগ দিয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, গত বুধবার (২৬-১০-১৬) ইং তারিখে বিকাল ৫ টার সময় উপজেলার সদর ইউনিয়নে ধলাইচর গ্রামে গ্রাম পুলিশ রফিক বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে পান্নু সিকদার লোকজন নিয়ে আতর্কিত ভাবে দেশীয় অস্ত লোহার রড নিয়ে হামলা চালায়। হামলায় রফিকের মাথা ফেটে রক্ত খনন হয় এবং তার ডান হাতের কোটি সরে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়। হাসপাতালে কর্মরত ডাক্তার মোঃ ইমরান হোসেন রোগির অবস্থা খারাপ হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩য় তলায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয় জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত পূর্বক দ্রুত আইন গত ব্যাবস্থা নেয়া হবে।

ইউপি চেয়ারম্যান আহাদের মাতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ঃ আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান, উপজেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক, উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আহাদুল হাসান আহাদের মাতা মোসা. ছবুরন নেছা (১০০) ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি........রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৭.১০.১৬) সকাল ৮টায় উপজেলার শুকুরহাটা গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৭ মেয়ে আত্রীয়সজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দিনগত বিকাল সাড়ে ৪ টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে শুকুরহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন হয়। মরহুমার স্বামী মরহুম আবু বক্কার মিয়া আলফাডাঙ্গা সদর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে ৪ বার তথা ২১বছর সততার সহিত দায়িত্ব পালন করেছেন। মোসা. ছবুরন নেছার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো. আব্দুর রহমান, বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি কাজী সিরাজুল ইসলাম,ঢাকাটাইমস ও সাপ্তাহিক ‘এই সময়’ এর সম্পাদক আরিফুর রহমান দোলন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব ও উপজেলা আ.লীগ সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

মাদকমুক্ত আলফাডাঙ্গা গড়তে সহযোগিতা চাইলেন ডিসি

মো. মুজাহিদুল ইসলাম নাঈমফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সভায় সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক বলেন, ‘মাদক একটি ভয়ানক ব্যধি। এটি যুবসমাজকে মারাত্মক ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই আমি আপনাদের সহযোগিতা নিয়ে আলফাডাঙ্গাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়তে তুলতে চাই।’

প্রধান অতিথির বক্তব্যে উম্মে সালমা তানজিয়া বলেন, ‘আমার কোন কর্মকর্তা-কর্মচারী যদি কোন দুর্নীতি বা অনিয়ম করেন- তাহলে আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আলফাডাঙ্গার উন্নয়নকে আরও তরান্বিত করতে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যহত থাকবে বলে আশ্বাস দেন ফরিদপুর জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় ডিডিএলজি উপ-পরিচালক ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দীন আহম্মেদ, উপজেলা আ.লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার, আলফাডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুর রহমান তাজ, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেনসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

সভা পরিচালনা করেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সারেকুল হাসান নয়ন ও গোপালপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা অধির কুমার গুহ।

মতবিনিময় সভা শেষে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ভূমি অফিসসহ একাধিক সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

ইয়াবা সেবনের দায়ে একজনের কারাদন্ড

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে আলম মোল্যা (৪৫) নামের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের এ দন্ডাদেশ দেন। আলম মোল্যা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. রইজ উদ্দিন আহমেদ এর ছেলে। 

আদালত সূত্র জানায়, শনিবার রাতে স্থানীয় জনগণ কৃষ্ণপুর থেকে ৪ পিছ ইয়াবাসহ ইয়াবা সেবনরত অবস্থায় আলম মোল্যাকে আটক করে আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে তুলে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আলম মোল্যাকে সোপর্দ করা হলে রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ কার্যালয়ে তাকে এ দন্ডাদেশ দেন।

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

আলফাডাঙ্গায় ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদের জনসভা


মোঃ মুজাহিদুল ইসলাম নাঈম আলফাডাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের প্রার্থীতা জোড়ালো করতে নির্বাচনী প্রস্তুতিমূলক জনসভা করেছেন বর্তমান ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ।

আলফাডাঙ্গাকে পৌরসভা ঘোষণা করায় গত ইউপি নির্বাচনের সময় ফরিদপুরের গোপালপুর, আলফাডাঙ্গা ও বুড়াইছ ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছিল।

শুক্রবার বিকাল ৪টায় জাটীগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা হয়।

দুপুর দুইটা হতেই ইউনিয়নের শতশত নেতাকর্মী ও সমর্থক জড়ো হতে থাকেন জনসভাস্থলে। বিকাল ৩টায় সদর ইউপি চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ কে এম আহাদুল হাসান আহাদ গাড়িবহর নিয়ে শোডাউনের মাধ্যমে সভাস্থলে পৌঁছান।

এসময় নেতাকর্মীরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আহাদ ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’’- স্লোগানে সভাস্থল মূখরিত করে তোলেন।

জনসভায় মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান কবীর দাউদ মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সদর ইউপি চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ কে এম আহাদুল হাসান আহাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এ কে এম জাহিদুল হাসান জাহিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু বক্কার সিদ্দীক, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, ইমারত হোসেন, রফিকুল ইসলাম মোল্যা, শরফুদ্দিন ও মো. উজ্জল প্রমুখ।

প্রধান বক্তা আহাদুল হাসান তার বক্তব্যে বিগত দিনে ইউনিয়নে তার সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন ও আগামীতে এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকল ভেদাভেদ ভুলে তার পক্ষে কাজ করার জন্য ইউনিয়ন বাসীর প্রতি আহবান জানান।

অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে আগামী ইউপি নির্বাচনে যোগ্যনেতা হিসাবে আহাদুল হাসান আহাদকে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

জনসভায় ইউনিয়নের ১৫টি গ্রামের শতশত নেতাকর্মী ও সমর্থক স্বতস্ফূর্তভাবে অংশ নেন।

বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬

বিএনপি নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন শাখা বিএনপি’র সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন শিকদার ওয়াহিদুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে তিনি পদত্যাগ বিষয়ে সাংবাদিকদের জানান, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি আর দল ও দলের কোনো পদে থাকতে ইচ্ছুক নন। ফলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিয়া মো. আকরামুজ্জামান সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, আমি পদত্যাগপত্র পেয়েছি।

বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

আগামী দুই মাসের মধ্যে পৌর এলাকাকে মাদক মুক্ত করা হবে ------ ইউএনও মোহাম্মদ আবুল খায়ের

স্টাফ রিপোর্টার ঃ আগামী দুই মাসের মধ্যে আলফাডাঙ্গা পৌর এলাকাকে মাদক মুক্ত করা হবে, মাদকের সাথে কোন আপোষ নেই, যারা মাদকের সাথে জড়িত তাদের ব্যপারে আপনারা প্রশাসনকে জানাবেন। তিনি আরও বলেন, কোথাও যদি বাল্য বিবাহ হয় তাহলে সে খবর আমাকে দিবেন, উপজেলা সদরে এ.জেড পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে এক সচেতনামূলক সভায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এসব কথা বলেন। উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনি মাদক ব্যবহার না করার জন্য শপথ পাঠ করান। এ.জেড পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজনে আজ ১৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, থানার উপ-পরিদর্শক(এস আই) মো. সাহেব আলী , উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম সহ বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থী বৃন্দ।

রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

ধর্ম যার যার, আনন্দ সবার------------কাজী সিরাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার ঃ ধর্ম যার যার, আনন্দ সবার। যার যার ধর্ম সে সে পালন করবে। এ দেশে কোন ধর্মের ভেদাভেদ নেই বরং সব ধর্মের লোকই আনন্দ করে।ধর্মের নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে প্রশাসন তাদের ছাড় দিবে না। শারদীয় দূর্গা পূজা উপলেক্ষ গত শনিবার ৮ সেপ্টেম্বর রাত ৬টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারে দূর্গা মন্দির পরিদর্শন কালে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম এ সব কথা বলেন। তিনি উপজেলার কৃষক লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন দূর্গা মন্দির গুলো ঘুরে দেখেন এবং তাদের মাঝে নদগ অর্থ অনুদান দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের যুগ্ন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, বানা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরিফ হারুন অর রশিদ,উপজেলা কৃষক লীগ নেতা আজিজুর রহমান ও কাজী হানিফ প্রমূখ।

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

বিনা মূল্যে রক্তগ্রুপিং ক্যাম্পেনিং

স্টাফ রিপোর্টার ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আছাদুজ্জামান বালিকা বিদ্যালয়ে গত মঙ্গলবার (০৪.১০.১৬) সকাল ১০টায় মানব সেবা সংঘ’র আয়োজনে বিনা মূল্যে রক্তগ্রুপিং ক্যাম্পেনিং অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে ব্লাড গ্রুপিং ও ডোনার কালেকশন করা হয়। উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের রক্তগ্রুপ করে রেজিষ্ট্রেশন তালিকা ভুক্ত করেন সংগঠনটি। এ সময় ক্যাম্পেনিং শুভ সুচনা করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গির হোসেন। রক্তগ্রুপিং পরিক্ষা করেন টেকনিশিয়ান মো. জাফর মোল্যা। সেচ্ছা সেবক এর দায়িত্ব পালন করেন উক্ত সংগঠনের সদস্য বৃন্দ।

সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

বানা দাখিল মাদ্রাসা বন্ধ রেখে শিক্ষকদের কর্ম ফাঁকি

স্টাফ রিপোর্টার ঃ শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষকদের কাজ থেকে জাতির আসা অনেক। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগড়। আর সেই শিক্ষকরাই যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্ম ফাঁকি দেয় তাহলে এ জাতি তাদের কাছ থেকে কি আশা করতে পারে। এমনই একটি ঘটনা ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বানা ইউনিয়নের বানা শ.প.দাখিল মাদ্রাসায়। সরেজমিনে গিয়ে জানা যায়, আজ সোমবার (০৩.১০.১৬) দুপুর ১টায় বানা শ.প.দাখিল মাদ্রাসাটি বন্ধ করে শিক্ষার্থীদের ছুটি দিয়ে সুপার আঃ লতিফ সহ সকল শিক্ষক চলে যান। এ খবর ছড়িয়ে পড়লে সুপার উপজেলা মিটিং এর দুয়াই দিয়ে সহ-সুপারের উপর চাপিয়ে দেন। ঘটনা স্থলে উপস্থিত থাকা সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস বলেন এখন বেলা ২টা বাজে কিন্তু কিছু সময় পূর্বে শিক্ষকরা মাদ্রাসাটি বন্ধ করে চলে গেছেন। এ বিষয় সহ-সুপার মো. লাভলু মিয়াকে ফোনে যোগাযোগ করে পাওয়া যাইনি।
জানতে চাইলে সুপার (ভারপ্রাপ্ত) আঃ লতিফ বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমি সকল শিক্ষকদের মতামত নিয়ে মাদ্রাসা ছুটি দিয়েছি।
বানা ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হাদী হুমায়ন কবীর বাবু মুঠো ফোনে (০১৭১৬৭৩৮৪৪২) সাংবাদিকদের জানান, উক্ত শিক্ষকরা মাদ্রাসায় এসে পড়ালেখা বাদ দিয়ে রাজনিতি করেন। ওদের বিরুদ্ধে আপনারা নিউজ করেন।
এ ব্যাপারে উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. মাহাফুজা বেগম বলেন, আজ মাদ্রাসা খোলা আছে। বিষয়টি আমি তদন্ত করে দেখছি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহম্মাদ আবুল খায়ের বলেন, আমি শিক্ষা অফিসারকে বিষয়টি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
উল্লেখ্য, উক্ত ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে অনেক অনিয়ম ও দুনীর্তির অভিযোগ রয়েছে।

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ আলফাডাঙ্গা উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি  মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৩.১০.১৬) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে  এ সভা হয়। সভায় আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল করীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয় ও উপজেলার ৪১টি পূজা মন্ডপের প্রত্যেক পূজা মন্ডপের মাঝে সরকারি অনুদান ৫’শত কেজি করে চাউল বিতরণ করা হয়।

শনিবার, ১ অক্টোবর, ২০১৬

আলফাডাঙ্গায় কৃষক লীগের পরিচিতি সভা

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন শাখা কৃষক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে  বানা ইউনিয়ন শাখা কৃষক লীগের সভাপতির বাড়িতে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি সভা বানা ইউনিয়ন শাখা কৃষক লীগের সভাপতি শরীফ হারুন অর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল  ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. কুদ্দুস খান, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী হারুন অর রশীদ,  আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন প্রমুখ।

সভা পরিচালনা করেন, বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা আ.লীগ নেতা মো. আলমগীর মোল্যা।