শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কৃষক লীগ কাজ করে চলছে .... আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম



প্রতিনিধি ,আলফাডাঙ্গা ঃ বাংলাদেশকে সুদক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে ডিজিটাল দেশ হিসাবে বিশ্বের মধ্যে প্রথম শ্রেনীর দেশ গড়ে তোলার জন্য কাজ করছেন শেখ হাসিনা। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কৃষক লীগ অবিরম কাজ করে চলছে।
আজ শুক্রবার  বিকাল ৪ টার আলফাডাঙ্গা উপজেলা শিরগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন কালে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল  ইসলাম এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, এই সরকার মুক্তিযোদ্ধার সরকার। নারী ক্ষমতায়নে বিশেষ অবদান রাখার জন্য এজেন্ট অব চেঞ্জ উপাধীতে ভূষিত হওয়ায় বাংলাদেশ কৃষকলীগের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. কুদ্দুস খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লে. কর্ণেল ম্সুদ হায়দার, কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান, শিরগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. আজিজ মোল্যা, পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক মো. ওলিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবু শ্যামল কুমার সাহা, বিশিষ্ট সমাজ সেবক কাজী ইমদাদুল হক বকুল। অন্যান্যদের মধ্যে কাজী আমেনা ওয়াহেদ এর পুত্র ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী হারুন অর রশীদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্যা, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের যুগ্ন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগ নেতা কাজী আব্দুল্লাহ আল রশীদ উপস্থিত ছিলেন।
এসময় ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব এম এম দাউদ বিশেষ কাজে অনুষ্ঠানে আসতে না পেরে মোবাইল ফোনের মাধ্যমে সবাইকে শুভে”ছা জানান।

ফাইনাল খেলায় কাশিয়ানী উপজেলা ফুটবল একাদশ ৪-৩ গোলে ট্রাইবেকারে মোহাম্মাদপুর একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
খেলা দেখার জন্য দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হন।

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

স্ত্রী’র সাথে প্রতারণার অভিযোগে স্কুল শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

বিশেষ প্রতিনিধিঃ  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন (২৯) এর বিরুদ্ধে স্ত্রী’র সাথে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানায় মামলা এবং উপজেলা শিক্ষা অফিস বরাবর লিখিত অভিযোগ হয়েছে।

থানা ও অফিস সুত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামের মৃতঃ নূরুল ইসলামের কর্ন্যা খাদিজা বেগমের (৪০) সাথে মুঠোফোনে শিক্ষক মো. আলমগীর হোসেন এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে ২০০৮ সালের মে মাসের ১ তারিখে পুরান ঢাকার এ রেজিস্টার কাজী  অফিসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর থেকে তাদের সংসার ভালই চলছিল। খাজিদা বেগম তার মার নিকট থাকত এবং আলমগীর এক মাস পরপর খাদিজার নিকট যাওয়া আসা করত। কিন্তু  তাদের সংসারে কাল হয়ে দাড়ায় আলমগীর হোসেনের সরকারি চাকুরী। এ চাকুরি পাওয়ার পর থেকেই বিগত তিন মাস পূর্ব হতে স্ত্রী খাদিজা বেগমের সাথে যোগাযোগ বন্ধ করে দেন ঐ লম্পট শিক্ষক আলমগীর। স্ত্রী খাদিজা বেগম তার কোন খোজ না পেয়ে স্বামীর খোজে আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর গ্রামে তালুকদার পাড়ায় তার শশুর বাড়িতে গিয়ে ওঠে। কিন্তু শাশুড়ি ও ননদ তাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ সময় আলফাডাঙ্গা সরকারী কলেজের সামনে আসলে রাস্তায় একা পেয়ে লম্পট শিক্ষক আলমগীর তার স্ত্রী খাদিজা বেগম এর ভ্যানেটিব্যাগে থাকা বিবাহের কাবিন এর নকল, স্বর্ণলংকার ও নগদ টাকা পয়সা সহ প্রয়োজনীয় কাগজপত্র মারধর দিয়ে জোর করে ছিনিয়ে নিয়ে যায়।  স্ত্রী খাদিজা বেগম জীবন বাচাতে দৌড়ে পাশে আবুল কালাম খালাশির বাড়িতে গিয়ে ওঠে। খাদিজা বেগম কোন উপায়ন্ত না পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় উপজেলার রাজনীতিবীদ ও প্রশাসনের শরনাপন্ন হন। এ ব্যাপারে খাদিজা বেগম আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ খবর শুনে প্রশাসনের ভয়ে লম্পট শিক্ষক আলমগীর স্কুল ফাঁকি দিয়ে আত্মগোপনে পালিয়ে বেড়াচ্ছেন। অভিযোগের ভিত্তিতে লম্পট আলমগীরের বিরুদ্ধে থানা পুলিশ মামলা রুজু করেন। যার মামলা নং-৬,তাং- ২৫-৯-২০১৬ ইং। 

এ ব্যাপারে খাদিজা বেগম সাংবাদিকদের বলেন, আলমগীর প্রতারনা করে আমাকে ঠকিয়ে  সর্বোচ্চ লুটে নিয়ে আমাকে সর্ব শান্ত করেছে। আমার নিকট থেকে সরকারী চাকুরী পাওয়ার কথা বলে কয়েক ধাপে সাড়ে ৭ লক্ষ টাকা ও আমার মায়ের দেয়া গচ্ছিত কয়েক ভরি স্বর্ণলংকার প্রতারনা করে নিয়েছে। তিনি কান্নাজড়িত কন্ঠে আরও বলেন,  আমার দেয়া টাকার বিনিময়ে সে সরকারী চাকুরী পেলো ঠিকই কিন্তু আমি পেলাম না তার স্ত্রীর মর্যাদা। আমি প্রশাসনের কাছে বিচার চাই।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মূন্সী রুহুল আসলাম বলেন, শিক্ষক আলমগীরের বিরুদ্ধে খাদিজা বেগম নামে এক মহিলা উপজেলা শিক্ষা অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, অভিযোগের ভিত্তিতে ঐ শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। 

এ বিষয়ে শিক্ষক আলমগীরের সাথে মুঠোফোনে(০১৯২৪৫৫৭৮৯১) যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ৬১তম জন্মজয়ন্তী আজ

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ আয় কে যাবি আয়রে তোরা আয়/আমার সাথে সবুজ শ্যামল গাঁয়/পাখির গানে ঘুম ভাঙ্গাবো/গলায় তোর মালা পরাবো/পথ দেখাবো পূব দখিণা বায়/দূর্বা ঘাসে পথ চলাবো নবান্নতে অন্ন দেবো ঘুম পাড়াবো ছই বাঁধানো নায়.......। অস্তিত্বের শেকড়ে ফেরার এমন আহবান যিনি কবিতার পংক্তির মাধ্যমে আমাদের  জানিয়েছেন তিনি হলেন কবি নাজমুল হক নজীর।

আজ ২৫শে সেপ্টেম্বর কবি নাজমুল হক নজীর এর জন্মজয়ন্তী। তিনি আজকের এই দিনে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন।

দশক গননায় সত্তর দশকের হলেও নাজমুল হক নজীর বাংলার একজন মৌলিক কবি। তাঁর কবিতার সহজ প্রকাশভঙ্গি ও গভীর জীবনবোধ পাঠককে সহজেই আকৃষ্ট করে। ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকেও যে কোন কবি নিজস্বতা নিয়ে  কবিতা লিখতে পারেন নাজমুল হক নজীর  সেটা মনে রেখেছিলেন। আর একারনে তিনি আমাদের উপহার দিতে পেরেছিলেন, আয়নায় আপন অবয়ব অথবা নোনা জলের বাসিন্দার মতো কিছু কালজয়ী কবিতা।

কবি’র শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ “নোনা জলের বাসিন্দা”। এছাড়া “স্বৈরিণী স্বদেশ”, “কালো জোৎনার এক চুমুক”, “কার কাছে বলে যাই”, “যুরে দাঁড়াই স্বপ্ন পুরুষ”, “স্বপ্ন বাড়ি অবিরাম”, “এভাবে অবাধ্য রঙীন”,“ভিটেমাটি স্বরগ্রাম”, প্রভৃতি কাব্যগ্রন্থ, আর “সাধনার ফসল”, “আবার শ্লোগান”, “ইষ্টি কুটুম মিষ্টি কুটুম” ছড়ার বই, সম্পাদিত গ্রন্থ গাজী খোরশেদুজ্জামানের কিশোর কবিতা এবং ফরিদপুর অঞ্চলের ইতিহাস বিষয়ক গবেষণা গ্রন্থ আমাদের ফরিদপুর-১ অঞ্চল। 

কবি’র এ পর্যন্ত ৮টি কাব্যগ্রন্থ , ৩টি ছড়া, ১টি ইতিহাস গ্রন্থ, ১টি সম্পাদিত গ্রন্থ, নির্বাচিত কবিতা ও কবিতা সমগ্র প্রকাশিত হয়েছে।

কবি’র জীবদশায় শ্রেষ্ঠ সম্মাননা- কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, কবি খান মুহাম্মদ মঈনউদ্দিন সাহিত্য পুরস্কার, কবি গোবিন্দ চন্দ্র দাস স্মৃতি পদক , শ্রী হরিদর্শন পুরস্কার  ও ভারত থেকে রাহিলা সাহিত্য পুরস্কার উল্লেখযোগ্য।

“শ্লোগানের কবি” খ্যাত নাজমুল হক নজীর ২০১৫ সালের ২৩ নভেম্বর পাড়ি জমান না ফেরার দেশে। কবি’র ৬১তম জন্মজয়ন্তীতে আমাদের শ্রদ্ধা।

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

মা’র বটির কোপে মেয়ে গুরুত্বর আহত

স্টাফ রিপোর্টার ঃ মা’র হাতে বটির কোপ খেয়ে শিশু কন্যা আছিয়া (১০) গুরুত্বর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অভিমানী মা তাসলিমা বেগম(৪০) মেয়ের এ অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর-এলাকা ভরমিঠাপুর গ্রামে গত শনিবার (২৪-০৯-১৬) বেলা ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে আছিয়ার পিতা মো. কুবাদ মেম্বার তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো আনে। পরে হাসপাতালের কর্মরত ডাক্তার শিশুটির অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, আলফাডাঙ্গা পৌর-এলাকা ভরমিঠাপুর গ্রামে ওয়ার্ড মেম্বার মো. কুবাদ মিয়ার পাশে বাড়ি মাবিয়া বেগমের ঘরে শুক্রবার শিশু আছিয়া সহ অনেকে টিভি দেখতে যায়। টিভি দেখে আছিয়া চলে গেলে মাবিয়ার পনারশত টাকা হারিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন। শিশুটির মা তাসলিমা বেগম রাগ করে মেয়েকে ডেকে নিয়ে ধারালো বটি দিয়ে তার ডান হাতের কজ্বির উপর কোপ মারে। উক্ত কোপে শিশুটির ডান হাত দুই খন্ড হয়ে যায়।
এ ব্যাপারে কর্মরত ডাক্তার পূর্ন চন্দ্র দাস বলেন, শিশুটিকে হাসপাতালে আনলে তার অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করা হয়েছে।
আছিয়ার পিতা মো. কুবাদ মেম্বার সাংবাদিকদের জানান, আমার ২য় স্ত্রী তাসলিমা রাগা-রাগি করে মেয়ে সাথে অভিমানে এ ঘটনা ঘটিয়েছে।

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় রবি/২০১৬-১৭ ও খরিপ-১ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার  বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩শত ৫০জন চাষীদের প্রত্যেকের মঝে ১ কেজি ‘বারি সরিষা-১৪’ বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরণ করেন, ডিএই ফরিদপুর জেলা প্রশিক্ষণ অফিসার গোপাল চন্দ্র দাস, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরুল বাশার মিয়া, উপজেলা কৃষি অফিসার আফতাব উদ্দীন মাহমুদ, উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. এ কে এম আসজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাফরোজা আক্তার প্রমূখ।


পুলিশের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:  আসন্ন শারদীয়া দূর্গা পুজা উপলক্ষে  ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার  সকাল ১১টায় উপজেলা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলার ছয়টি ইউনিয়নের ৪১টি পূজা মন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে এ সভা হয়।

এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন তালুকদার, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান  এ কে এম আহাদুল হাসান আহাদ, বানা ইউপি চেয়ারম্যান  হাদী হুমায়ুন কবীর বাবু, গোপালপুর ইউপি চেয়ারম্যান  খান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম প্রমূখ।

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

আধিপত্য কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত ৫

প্রতিনিধি, আলফাডাঙ্গা  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫জন আহত হয়েছে। গত রবিবার (১৮-০৯-১৬) দুপুর ১টার দিকে উপজেলাধীন আলফাডাঙ্গা ইউনিয়নের জাটিগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। আহতদের আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, জাটিগ্রাম বাজারে শাহাদতের চায়ের দোকানে মোহাম্মাদ শরীফ (৫০) ও জাহাঙ্গীর শরীফ(৩০) চা পান করার জন্য যায়। এসময় প্রতিপক্ষ আব্দুর রাজ্জাকের লোকজন দোকানের মধ্যে গিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে  উভয় পক্ষ দেশীয় অস্ত্র লাঠিশোটা ও ইট-পাটকেল নিয়ে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হামলায় উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়। আহতদের মধ্যে মোহাম্মাদ শরীফ ও মিতুল(২০) কে  আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করীম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থল থেকে সন্দেহে ৫ জনকে আটক করে তাদেরকে ১৫১ দ্বারায় ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়।

অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরাদেহ উদ্ধার

প্রতিনিধি, আলফাডাঙ্গা  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অজ্ঞাত ব্যক্তির (৫০
) মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত রবিবার (১৮-০৯-১৬) সকাল সাড়ে ৭টার দিকে নিজ পরনের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় এ মরাদেহ উদ্ধার করা হয়। জানা যায়, পৌর এলাকার শ্রীরামপুর গ্রামে হারুন মাস্টারের বাড়ির উত্তর পার্শে এবং লোকাল বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শে বাইবাস সড়কে বারাশিয়া নদীর পাড়ে এক বরই গাছে অজ্ঞাত ঐ ব্যক্তির নিজ পরনের লুঙ্গি দিয়ে ঝুলান্ত অবস্থায় মরাদেহ দেখতে পায় পথচারীরা। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরাদেহটি উদ্ধার করে। জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করীম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঐ ব্যক্তির এখন পযর্ন্ত কোন পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬

আলফাডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরাদেহ উদ্ধার


মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ পরনের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় এ মরাদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, সদরের লোকাল বাসষ্টান্ডের পশ্চিম পার্শে বাইবাস সড়কে বারাশিয়া নদীর পাড়ে এক বরই গাছে অজ্ঞাত ঐ ব্যক্তির নিজ পরনের লুঙ্গি দিয়ে ঝুলান্ত অবস্থায় মরাদেহ দেখতে পায় পথচারীরা। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরাদেহটি উদ্ধার করে।

জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করীম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। ঐ ব্যক্তির এখন পযর্ন্ত কোন পরিচয় জানা যায়নি।

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ আহত ৫

আলফাডাঙ্গা  প্রতিনিধি ঃ বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের সরকারি কলেজ রোডে মরহুম কাজী আব্দুর রশিদের বাড়িতে সন্ত্রাসী পনির গং আকষ্মিক হামলা চালিয়ে পরিবারের লোকজনকে মারধর ও ভাংচুর করেছে। এসময় শান্তামারিয়াম ইউনিভার্সিটির ছাত্র ছাত্রলীগ নেতা শাইখসহ ৫জন আহত হয়েছে। শাইখকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পারিবারিক সুত্রে জানা যায়, রবিবার (১১.০৯.১৬) সকাল সাড়ে ১১টার দিকে সন্ত্রাসী পনিরের নেতৃত্বে ছোটন, বাপ্পি, পাপ্পুসহ কয়েকজন কাজী আব্দুর রশিদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে তার ছেলে কাজী রায়হান, শান্তামারিয়াম ইউনিভারসিটির ছাত্র কাজী রেদোয়ান শাইখ, মেয়ে জর্জ একাডেমীর সপ্তম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ও সুমাকে মারধর করে। এ সময় লাঠির আঘাতে শাইখের মাথা ফেটে যায়। হামলা ঠেকাতে গিয়ে সাবেক সেনা সদস্য এমএ জাহিদ হোসেন আহত হয়। গুরুতর আহত ৫নং ওয়ার্ড ছাত্র লীগের সদস্য শাইখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কাজী বাবুল বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানতে চাইলে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হবে এবং দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা আহত! ঘর বাড়ি ভাংচুর

প্রতিনিধি, আলফাডাঙ্গা  ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রতিপক্ষের হামলায় মো. জাফর মোল্যা(৬৮) নামে এক মুক্তিযোদ্ধাকে আহত করা ও তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করা অভিযোগ পাওয়া গেছে। আহত মুক্তিযোদ্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে শনিবার আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত মুক্তিযোদ্ধা জাফর মোল্যা। শুক্রবার (০৯-০৯-১৬) সকালে উপজেলার বানা ইউনিয়নের পন্ডিতের বানা গ্রামের মুক্তিযোদ্ধা মো. জাফর মোল্যার বাড়িতে হামলাকারীরা এসে জাফর মোল্যার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। জাফর মোল্যা ঘর থেকে বের হয়ে গালিগালাজ করতে নিষেধ করলে হামলাকারীরা জাফর মোল্যাকে মারধর করে। এ সময় তার বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাংচুর ও অনুমান ৩৬ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করা হয় বলে জানা যায়। হামলাকারীরা বানা ইউনিয়নের দিঘলবানা গ্রামের মো. পলাশ(৩৫), মো. জমির উদ্দিন মোল্যা(৫৫), দেলওয়ার মোল্যা(৪০), বাকিয়ার(৫০), আত্তাব শেখ(৬৫), মো. জাকির মোল্যা(৪৫), সাবিনা ইয়াসমিন(৩০)সহ অজ্ঞাতনামা আরও অনেকে। এ বিষয়ে আহত মুক্তিযোদ্ধা জাফর মোল্যা বলেন, তারা আমার সাথে পূর্ব হতে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ করে আসছিল। ঐ বিরোধের জের ধরে আমার উপর হামলা চালায় ও বাড়িঘর ভাংচুর করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। জানতে চাইলে আলফাডাঙ্গা থানার এস আই মো. সাহেব আলী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান বলেন,মুক্তিযোদ্ধা মো. জাফর মোল্যার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে হামলার বিচার চান ।

শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

শিক্ষক পিটালেন বৃদ্ধাকে

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইছ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে লাবনী খানম নামে এক স্কুল শিক্ষকে বিরুদ্ধে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।   বৃদ্ধা ঐ গ্রামের আ. ছালাম শেখ এর স্ত্রী রেখা বেগম। আহত বৃদ্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত বৃদ্ধার স্বামী আ. ছালাম শেখ।
অভিযোগ সূত্রে জানা যায়, আ. ছালাম শেখ এর সাথে ৪৮ নং কঠুরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. লাবনী খানম জমিজমা নিয়ে বিরোধ  করে আসছিল। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা বিগত অনুমান ১৫দিন আগে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যেমে আপোষ মিমাংসা করে দেন। কিন্তু শিক্ষক লাবনী খানম এতে সন্তুষ্ট না হয়ে গত  মঙ্গলবার (৬.৯.১৬) বিকালে ঐ বৃদ্ধার নিজ বসত ঘরে প্রবেশ করে চুলের মুঠি ধরে ঘরের মেঝেতে ফেলে এলোপাতাড়ি কিলঘুসি ও লাথি মেরে ডান কান, ঘাড় ও ডান পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আহত বৃদ্ধা রেখা বেগমকে  স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত বৃদ্ধা রেখা বেগমের স্বামী আ. ছালাম শেখ জানান, আমার সঙ্গে জমি নিয়ে তাদের অনেক আগে থেকেই বিরোধ চলছিল। কিন্তু বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা আপোশ মিমাংসা করে দিয়েছেন। তারপরেও আমি বাড়িতে না থাকার সুযোগে আমার স্ত্রীকে নির্যাতন করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
জানতে চাইলে শিক্ষক মোসা. লাবনী খানম বলেন, জমিজমার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু বলেন, আমার অনুরোধে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা  ঐ বিষয়ে কিছু দিন আগে তাদের  আপোশ মিমাংসা করে দিয়েছেন।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, এ ব্যাপারে আমি একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।




টাবনী কঠুরাকান্দী প্রাইমারী স্কুল সময়ের আগেই বন্ধ ! দুই শিক্ষককে শোকজ

মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ প্রধান শিক্ষক উপজেলা সদরে গেছেন মাসিক সভায়। সুযোগটা নিলেন বাকি দুই শিক্ষক। তারা প্রথম ক্লাস নিয়েই ছুটি দিয়ে দেন শিক্ষার্থীদের। এরপর স্কুলে তালা ঝুলিয়ে চলে যান নিজের কাজে।   
ঘটনাটি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের ৪৮ নম্বর কঠুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নির্ধারিত সময়ের আগে শিক্ষার্থীদের ছুটি দিয়ে স্কুল বন্ধ করে দেয়ায় সংশ্লিষ্ট দুই সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।
স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটির আগে বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম উপজেলা মাসিক সভায় গিয়েছিলেন। স্কুলে ছিলেন সহকারী শিক্ষক মোসা. লাবনী খানম ও মোসা. ইয়াসমিন। তারা সকাল ১০টায় স্কুলে গিয়ে হাজিরা খাতায় সই করে প্রথম ক্লাস নেন। এরপর শিক্ষার্থীদের ছুটি দিয়ে স্কুল বন্ধ করে চলে যান। কিন্তু বিধি বাম। এ খবর চলে যায় উপজেলা শিক্ষা অফিসে। কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি হয় ওই দুই শিক্ষকের নামে। আগামী ৭ দিনের কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব চেয়েছেন শিক্ষা অফিস।
জানতে চাইলে শিক্ষক লাবনী খানম ও ইয়াসমিন বলেন, স্কুল বন্ধ রাখলে এ ধরনের ঘটনা ঘটবে তা আমরা বুঝতে পারেননি।
এ ব্যাপারে কঠুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রওশন আরা বেগম বলেন, ‘আমি দুই শিক্ষককে স্কুলে রেখে উপজেলা মাসিক মিটিংয়ে আসি। এ সুযোগে তারা স্কুল বন্ধ করে চলে যান। এ ব্যাপারে নিউজ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন তিনি।
জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুন্সি রুহুল আসলাম বলেন, ঘটনার সত্যতা পেয়ে ওই দুই শিক্ষককে শোকজ করা হয়েছে।  তাদের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।







বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

স্কুল বন্ধ রাখার অপরাধে দুই শিক্ষক শোকজ

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের ৪৮ নং কঠুরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ রাখার অপরাধে শোকজ করেছে উপজেলা শিক্ষা অফিস।

শিক্ষা অফিস সুত্রে জানা যায়, আজ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলাধীন বানা ইউনিয়নের ৪৮ নং কঠুরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. লাবনী খানম ও মোসা. ইয়াসমিন বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কুলে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রথম ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ছুটি দিয়ে স্কুল বন্ধ করে নিজেদের ব্যক্তিগত কাজে বেরিয়ে যান। উক্ত স্কুলে মোট শিক্ষক ৩ জন। প্রধান শিক্ষক উপজেলা মাসিক মিটিং এ থাকার সুযোগে উক্ত দুই সহকারী শিক্ষক স্কুলটি বন্ধ করে ইচ্ছামত সরকারী নিয়মকে উপেক্ষা করে ব্যক্তিগত কাজ করেন। বিষয়টি উপজেলা শিক্ষা অফিস জানতে পেয়ে উক্ত দুই শিক্ষককে শোকজ করেন।
 
এ ব্যাপারে শিক্ষক লাবনী খানম ও ইয়াসমিন এর নিকট জানতে চাইলে তারা বলেন, স্কুল বন্ধ রাখলে এ ধরনের ঘটনা ঘটবে তা আমরা বুঝতে পারিনি।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রওশোন আরা বেগম বলেন, আমি ঔ দুই শিক্ষককে স্কুলে রেখে উপজেলা মাসিক মিটিং এ আসি কিন্তু এই সুবাদে তারা স্কুল বন্ধ করে দেয়। তিনি পত্রিকায় নিউজ না করার জন্য অনুরোধ করে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মূন্সি রুহুল আসলাম বলেন, ঘটনার সত্যতা পেয়ে আমি প্রথমে তাদেরকে শোকজ করেছি। পরবর্তীতে আইনানুগ আরও ব্যবস্থা গ্রহন করা হবে।

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

আলফাডাঙ্গায় জেলেদের পরিচয় পত্র প্রদান

প্রতিনিধি, আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জেলেদের পরিচয় পত্র প্রদান করেছে উপজেলা মৎস্য অফিস।

গত বুধবার বিকাল ৪টায় উপজেলা চত্ত্বরে ৪০৪ জন জেলেদের মাঝে পরিচয় পত্র প্রদান করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা মৎস্য অফিসার তপন মজুমদার।

এসময়  উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মু. খায়রুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. নূরুল বাশার মিয়া,  সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ,  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার।






‘বাংলাদেশ ২০২১ সালের মধ্যেই উন্নত বিশ্বের দ্বার প্রান্তে গিয়ে পৌছাবে’ ...আব্দুর রহমান এমপি

সংসদ সদস্য মো. আব্দুর রহমান এমপি
মো. মুজাহিদুল ইসলাম নাঈম ঃ দেশরতœ  শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যেম আয়ের দেশে শুধু না, উন্নত বিশ্বের দ্বার প্রান্তে গিয়ে পৌছাবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান এমপি।
গত বুধবার (০৭-০৯-১৬) আলফাডাঙ্গা সরকারী ডিগ্রী কলেজে আয়োজিত ‘নবীন বরণ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমপি।
যুদ্ধপরাধীদের ফাসি কার্যকর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যুদ্ধপরাধীদের ফাসি কার্যকর করে এ দেশের ১৬ কোটি মানুষের সপ্ন পুরণ করেছেন। তাই আমি তাকে অভিনন্দন জানাই।
মো. আব্দুর রহমান জঙ্গিবাদ সম্পর্কে বলেন, আমরা যারা এই বাংলাদেশের নাগরিক আমরা চাই উন্নয়ন। আমাদের দেশ স্বাধীনতার লক্ষ পতাকা বুকে ধারণ করে আমরা কেবলই সামনের দিকে এগোতে চাই। আমরা পিছনের দিকে ফিরে তাকাতে চাই না এবং চাইনা বলেই আজকে জঙ্গিবাদকে ঘৃণা করি। জঙ্গিবাদকে আমরা না বলব। সরকার জঙ্গিবাদ মোকাবেলায় পরিকল্পিতভাবে এগোচ্ছে। বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে। তাই জঙ্গিবাদ প্রতিরোধে গড়ে তুলে জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে ।
আলফাডাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মু. খায়রুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. নূরুল বাশার মিয়া,  সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ,  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ছালাম, টগরবন্দ ইউপি চেয়ারম্যান শিপন, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা আ’লীগের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম রোজী, যুবলীগের মহিলা নেত্রী বিউটি বেগম, ছাত্রলীগের সভাপতি খান মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস ও মো. মাহিদুল হক।

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

বোয়ালমারীতে গোহাটা সংলগ্ন জমি লিজ দেয়ার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ  ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদর বাজারের গোহাটায় এক নং খাস খতিয়ানের অন্তর্ভূক্ত প্রায় সাড়ে ১২ শতাংশ জমি অনিয়ম করে ২৫ ব্যাক্তিকে লিজ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া ও ওই জমি থেকে বড় বড় কয়েকটি গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘বোয়ালমারী রক্ষা কমিটি’।

রবিবার বিকাল ৪টায় সদর বাজারের গোহাটা সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন হয়। মানববন্ধনে ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বোয়ালমারী রক্ষা কমিটি’র আহ্বায়ক বদিউজ্জামান টুলু, মুখপাত্র মো. মানোয়ার হোসেন চৌধুরী, মো. সাখাওয়াত হোসেন, মো. আরিফ মিয়া, মো. মোশারেফ হোসেন, রুবেল মিয়া, আকরাম হোসেন, হাবিবসহ গণ্যমান্য ব্যক্তিরা ।

মানববন্ধনে বক্তারা বলেন, গোপনে আতাত করে বিপুল অর্থের বিনিময়ে ওই জমি লিজ প্রদান করা হয়েছে। এমনকি স্থাপনা নির্মান করার সময় অনিয়মতান্ত্রিকভাবে কয়েকটি বড় বড় গাছ নিলাম ছাড়াই কেটে ফেলা হয়েছে।

বক্তারা আরও বলেন, ওই জায়গায় স্থাপনা নির্মান করায় গরুর হাট সংকীর্ণ হয়ে যাওয়ায় সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হবেন।

মানববন্ধনে বক্তারা ঐতিহ্যবাহী বোয়ালমারী পশুহাটের জায়গার লিজ বাতিল করে লাখো জনগণের প্রণের দাবী পুরণ করতে সরকারের প্রতি আহবান জানান। 

উল্লেখ্য, ওই জমি লিজের অনিয়মের অভিযোগ তুলে গত ৩০ আগষ্ট ভূমি মন্ত্রণালয়ে অভিযোগ করেছে এলাকাবাশী।

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টার দিকে আলফাডাঙ্গা এ জেড পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এক আলোচনা সভার আয়োজন করেন।

এসময় বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, স্কুলের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মো. নূর ইসলাম প্রমুখ।

এছাড়াও আলফাডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজ, কামারগ্রাম কাঞ্চন একাডেমী, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়, শিরগ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয়, বারাংকুলা উচ্চ বিদ্যালয়, হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়, হেলেঞ্চাঠি কুঠরাকান্দি উচ্চ বিদ্যালয়, নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশ করেন।

শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

কাজী আমেনা ওয়াহেদ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মো. মুজাহিদুল ইসলাম নাঈম, স্টাফ রিপোর্টারঃ  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মরহুম কাজী আমেনা ওয়াহেদ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।  

শুক্রবার  বিকেল সাড়ে ৪টার দিকে এলাকাবাশীর উদ্যোগে শিরগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে  এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মরহুম কাজী আমেনা ওয়াহেদ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল  ইসলামের মাতা। 

টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা কাজী হারুন-অর- রশীদ ।
 অনুষ্ঠানে টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি মো. আলমগীর মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান, উপজেলা কৃষক লীগ নেতা কাজী আব্দুল্লা। 

উদ্বোধনী খেলায় মোহাম্মাদপুর একাদশ বনাম কাশিয়ানী উপজেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে।  

খেলা পরিচালনা করেন কাজী আবুল খায়ের।