বিপ্লব কুমার দাস (শাওন), ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরেরর
সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামে স্বামী লাভলু শেখ তার
স্ত্রী শারমিন বেগম (১৯) পিটিয়ে ও গলাটিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
হত্যার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বসত ঘরের আড়ায় গলায় রশি দিয়ে শারমিনের লাশ ঝুঁলিয়ে রেখে আতহত্যা বলে প্রচার করা হয়। এ ঘটনার পর থেকে স্বামী লাভলু শেখ পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে।
স্থানীয়রা জানান, লাভলু শেখ পাশ্ববর্তী জাফর সরদারের বাড়িতে ক্যারামবোর্ড খেলতে গেলে স্ত্রী শারমিন সেখানে গিয়ে লাভলুকে জোরপূর্বক বাড়ি নিয়ে আসে। এ ঘটনার পর লাভলু অপমানিত হলে বাড়ি এসে শারমিনকে বেদম মারপিঠ করে। মারপিটের একপর্যায়ে শারমিনকে গলাটিপে হত্যা করে। হত্যার পর পরই লাভলু শেখ বাড়ী থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা শারমিনের লাশটি উদ্ধার করে।
শারমিনের বাবা ছালাম মোল্যা ও মাতা মিলি বেগম অভিযোগ করে বলেন, তার মেয়ে শারমিন কে পিটিয়ে ও শ্বাসরোধ হত্যা করা হয়েছে। সদরপুর থানার এসআই অখিল কুমার বিশ্বাস জানান, মৃত্যুর সঠিক তথ্যের জন্য মেডিক্যাল পরীক্ষার জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
হত্যার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বসত ঘরের আড়ায় গলায় রশি দিয়ে শারমিনের লাশ ঝুঁলিয়ে রেখে আতহত্যা বলে প্রচার করা হয়। এ ঘটনার পর থেকে স্বামী লাভলু শেখ পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে।
স্থানীয়রা জানান, লাভলু শেখ পাশ্ববর্তী জাফর সরদারের বাড়িতে ক্যারামবোর্ড খেলতে গেলে স্ত্রী শারমিন সেখানে গিয়ে লাভলুকে জোরপূর্বক বাড়ি নিয়ে আসে। এ ঘটনার পর লাভলু অপমানিত হলে বাড়ি এসে শারমিনকে বেদম মারপিঠ করে। মারপিটের একপর্যায়ে শারমিনকে গলাটিপে হত্যা করে। হত্যার পর পরই লাভলু শেখ বাড়ী থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা শারমিনের লাশটি উদ্ধার করে।
শারমিনের বাবা ছালাম মোল্যা ও মাতা মিলি বেগম অভিযোগ করে বলেন, তার মেয়ে শারমিন কে পিটিয়ে ও শ্বাসরোধ হত্যা করা হয়েছে। সদরপুর থানার এসআই অখিল কুমার বিশ্বাস জানান, মৃত্যুর সঠিক তথ্যের জন্য মেডিক্যাল পরীক্ষার জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন