আলফাডাঙ্গা (ফরিদপুর)ঃ শিক্ষক প্রেম প্রত্যাখান করায় কাদিরদী বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রী আতœহুতির হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক বিপ্লব নামে এক লম্পট শিক্ষক। জানাযায়, ওই কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক বিরেন্দ্র কুশারী বিল্পব। বোয়ালমারী উপজেলাধীন কাদিরদী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের (স্বজাতী)এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুবাধে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাঁর সর্বাস্ব লুটেছে বলে ওই ছাত্রী জানান। প্রথমে মেয়েটি লম্পট শিক্ষক বিপ্লবের ভাড়াটিয়া বাসায় বিয়ের দাবীতে যান। বিপ্লব মেয়েটিকে সুকৌশলে অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় তার বাসা থেকে বের করে দেন। পরে অধ্যক্ষ মো. মনিরুল হক শিকদারের কাছে মেয়েটি কলেজে উপস্থিত হয়ে বিষয়টি জানান । সেখানে কোন সমাধান না পেয়ে আলফাডাঙ্গা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর কাছে অভিযোগ দেন। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও সাংবাদিকদের জানান ওই প্রভাষক এবং তার পরিবার হাজির না হওয়ায় অধ্যক্ষ মনিরুল হক সিকদারের উপস্থিতে মেয়েটিকে তার অভিভাবক পিতার নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। মেয়েটি যাওয়ার পথে সাংবাদিকদের জানান আগামী ২১ ফেব্রুয়ারী রবিবার ওই নারী খেকো লম্পট প্রভাষক এর বিয়ের আর্শিবাদ রয়েছে বলে জানান এবং সে এ ব্যাপারে বলেন আমি বিপ্লবকে যদি না পাই তাহলে আত্মহত্তা করবো। বিপ্লবকে (০১৭১৯২৮৬৪০৫) মুঠোফোনে অনেক ফোন করার পরও তিনি রিসিব করেননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন