রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

ঢাকাটাইমস সম্পাদকের জন্য আলফাডাঙ্গা প্রেসক্লাবে দোয়া

স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনের আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১২টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সংলগ্ন স্কুল মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা আরিফুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলমের সভাপতিত্বে এবং ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় এর আলফাডাঙ্গা প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈমের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের। প্রধান অতিথি বলেন, “ঢাকাটাইমস ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান ভাই ঢাকা থেকে আলফাডাঙ্গায় আসার পথে ফরিদপুর সদরের বদরপুরে মারাত্মক সড়ক দুর্ঘটনার আহত হন। তাঁর বাঁ পায়ে অস্ত্রোপচার হয়েছে। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য নসিব করেন এবং তিনি আগে যেভাবে পায়ে হেঁটে হাসিমুখে আলফাডাঙ্গাবাসীর সেবায় কাজ করতেন সেভাবে আলফাডাঙ্গায় এসে আবার পায়ে হেঁটে কাজ করতে পারেন। তিনি মানুষের সেবায় যেভাবে কাজ করছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।”

বিশেষ অতিথির বক্তব্যে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল করিম বলেন, “দোলন ভাই আমাদের সবার প্রিয় একজন মানুষ। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করছি।”

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন বলেন, “দোলন এত কম বয়সে অসহায় মানুষের কল্যাণে, এলাকার কল্যাণে কাজ করে যে জনপ্রিয়তা অর্জন করেছেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এলাকার মানুষে কল্যাণে কাজ করার মন-মানসিকতা  অনেকের মধ্যে নেই, কিন্তু দোললের মধ্যে আছে। মারাত্মক দুর্ঘটনার হাত থেকে দোলন ফিরে এসেছে তা একমাত্র আল্লাহর অশেষ রহমত, মানুষের ভালোবাসা ও দোয়ার কারণে সম্ভব হয়েছে। আল্লাহ তাঁকে দীর্ঘায়ু দান করুন এই দোয়া করছি।”

দোয়া মাহফিলে আরও অংশ নেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাচান আহাদ, বাংলাদেশ প্রচার লীগের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা প্রেসক্লাবের ও সদর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আ. মান্নান আব্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ দেলোয়ার হোসেন, গোপালপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ইকু, তরুণ সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা ইনামুল হাসান, উপজেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর কবির, দৈনিক পুনরুত্থান এর স্টাফ রিপোর্টার মো. জাহিদ মিয়া, সাংবাদিক শফিউল আলম, মো. আজিজুর রহমান দোলাল, মো. ইবাদত হোসেন মুরাদ, মো. রবিউল ইসলাম, মো. টিটন, বাসারুল বারী, যুবলীগ নেতা কামারুজ্জামান কদর, উপজেলা ওলামা লীগের সভাপতি মো. আবু বক্কার সিদ্দীকসহ স্থানীয় রাজনীতিক, সাংবাদিক, সমাজসেবক ও বিশিষ্টজনেরা।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় পড়েন সাংবাদিক আরিফুর রহমান। এতে তাঁর বাঁ পায়ের গোড়ালিতে তিনটি চিড় ধরে। ফরিদপুরে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ওইদিনই তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ জানুয়ারি স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. মেসবাহ উদ্দিন আহমেদ তাঁর অস্ত্রোপচার করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন