বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

মধুমতি এক্সিকিউটিভ ক্লাবের দশ বছর পূর্তি উপলক্ষে চারদলীয় ভলিবল টুর্নামেন্ট ও কম্বল বিতরন

বিশেষ প্রতিনিধিঃ-ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন গোপালপুর বাজারে অবস্থিত মধুমতি এক্সিকিউটিভ ক্লাব এর দশম বছর পূর্তি উপলক্ষে ২৯ জানুয়ারি মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে শীতার্ত দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, কামারগ্রাম কাঞ্চন একাডেমি মাঠ প্রাঙ্গনে  চারদলীয় ভলিবল টুর্নামেন্ট ও দুপুরে প্রীতিভোজ এবং বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারদলীয় ভলিবল টুর্নামেন্টে গোপালগঞ্জ জেলার জুনাসপুর ভলিবল টীম চ্যাম্পিয়ন এবং নড়াইল জেলার লক্ষ্মীপাশা ভলিবল টীম রানারআপ হয়। খেলাশেষে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলকে পুরস্কার হিসেবে ২টি কালার টিভি প্রদান করা হয়। অনুষ্ঠানে মধুমতি এক্সিকিউটিভ ক্লাবের সভাপতি খালিদ হোসেন শাহীন, প্রতিষ্ঠাতা  সভাপতি মোঃ সামছুদ্দোহা সিমু, প্রাক্তন সভাপতি এম. সোহেল আহমেদ ও সাহজাহান খান, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের ভাইস-প্রিন্সিপাল কামাল আতাউর  রহমান সাইক্লোন, আলফাডাঙ্গা যুবলীগ সভাপতি সাইফার হোসেন, উপজেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক রফিক তালুকদার, আলফাডাঙ্গা উপজেলা কল্যাণ সমিতি ঢাকাস্থ সাধারণ সম্পদক সিদ্দিকুজ্জামান খান বাহার, সমাজ সেবক মোতাহার হোসেন এবং সাহেব আলী খান ,গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হিকু ও সাধারন সম্পাদক শহিদুর রহমান মিন্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন