বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ সম্পন্ন

পীরগঞ্জ প্রতিনিধি (ঠাকুরগাঁও): পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুসম্পন্ন হয়েছে।
প্রকাশ, গত ৪ ফেব্রুয়ারী তারিখে- প্রথম দিবসে শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভিত ফেষ্টুন ও নতুন ব্যানারে র‌্যালীটি পীরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে প্রধক্ষিণ করে। পরবির্ততে শিক্ষা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, ৯ ও ১০ ফেব্রুয়ারী পীরগঞ্জ উপজেলা চত্বরে শিক্ষা মেলার বিভিন্ন ষ্টল স্থাপনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা উপকরণ ও বই পত্রাদি জন সম্মুখে প্রদর্শন করা হয়েছে। এতে পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের প্রাথমিক স্কুলের কমিটি সহ ইকো পাঠশালা ও সিডিপি এবং গুড নেইর্বাস (এনজিও) ও স্থানীয় পৌর সভার শিক্ষা কমিটি কর্তৃক এ শিক্ষা মেলায় কার্যক্রমে অংশ নেয়।
শিক্ষা মেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ ইমদাদুল হক। উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে “মানসম্মত শিক্ষা ও জাতির প্রতিজ্ঞা” আলোকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম এবং আলোচনায় অংশ নেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা অহেন্দ্র চন্দ্র মন্ডল, জেলা ডিপিও প্রতিনিধি মোঃ আবু হারেশ এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাবেক এমপি মোঃ ইমদাদুল হক প্রমূখ। পরিশেষে শিক্ষা মেলার শেষ দিনে এক আকর্ষনীয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উৎসমুখর এ মেলায় শিক্ষার্থী ও শিক্ষক এবং দর্শনাথীদের বিপুল সমাগম ঘটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন