বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬

ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করেছে বিএফএফ

বিপ্লব কুমার দাস (শাওন), ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে অসহায়, দুঃস্থ্য মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করেছে বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ)। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বিএফএফ কার্যালয়ে ফরিদপুর সদর উপজেলার অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, ডেপুটি জেলা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, থানা কামান্ডার শামসুদ্দিন ফকির, মোঃ খলিলুর রহমান, বিএফএফ’র পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির।

ফরিদপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা (বিএফএফ)’র নিজস্ব তহবিল থেকে জেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন কর্মসূচির অংশ হিসাবে ৫ শতাধিক কম্বল বিতরন করা হয়।

মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরনের মধ্যদিয়ে শীতবস্ত্র বিতরনের কার্যক্রম শেষ হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন